• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় সলমান খান, ভাইজানকে দেখতে উপচে পড়ল ভিড়

Published on:

Salman Khan praised Kolkata after his Da-Bangg Show

বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) এমন একজন ব্যক্তিত্ব যার অনুরাগী রয়েছে সারা বিশ্বে। ভাইজান বলতে অজ্ঞান তাঁর ভক্তরা। কলকাতাও (Kolkata) এর ব্যতিক্রম নয়। ‘সিটি অফ জয়’এও অগুনতি অনুরাগী রয়েছে অভিনেতার। সম্প্রতি সেই সলমনই কলকাতায় শো করতে এসেছিলেন। গত ১৩ মে অর্থাৎ শনিবার ইস্টবেঙ্গল গ্রাউন্ডে আয়োজিত হয়েছিল ভাইজানের শো।

সলমনের Da-Bangg Show নিয়ে তিলোত্তমার বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। যেদিন থেকে এই শোয়ের কথা ঘোষণা করা হয়েছে, সেদিন থেকে এই দিনের অপেক্ষায় দিন গুনছিলেন তাঁরা। অবশেষে শনিবার কলকাতার অনুরাগীদের সামনে পারফর্ম করেন বলিউড সুপারস্টার। সেই সঙ্গেই ভালোবাসায় ভরিয়ে দেন ‘সিটি অফ জয়’কে।

Salman Khan, Salman Khan spekaing, Salman Khan on Kolkata, Salman Khan Kolkata show

গতকাল বিকেল থেকেই আস্তে আস্তে ভরতে শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল গ্রাউন্ড। পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, আয়ুশ শর্মা, প্রভু দেবা, সোনাক্ষী সিনহার পর মঞ্চে পারফর্ম করতে ওঠেন স্বয়ং ভাইজান। নিজের ছবির একাধিক আইকনিক গানে কোমর দোলাতে দেখা যায় তাঁকে।

‘দিল দিওয়ানা বিন সজনাকে’ থেকে শুরু করে ‘চাঁদ ছুপা বাদল মে’ হয়ে ‘তেরি মেরি’- একাধিক গানে পারফর্ম করেন সলমন। প্রথম পর্বে কিছুক্ষণ পারফর্ম করার পর ছোট্ট একটু বিরতি নেন অভিনেতা। সেই সময় মণীশ পল নিজের সঞ্চালনার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিছুক্ষণের মধ্যেই ফের ফিরে আসেন পর্দার ‘চুলুবুল পাণ্ডে’।

Salman Khan Kolkata show, Salman Khan in East Bengal club

মঞ্চে উঠেই প্রথমে কলকাতার গরম নিয়ে মুখ খোলেন সলমন। অভিনেতা বলেন, ‘কলকাতা ইজ টুঁ হট… আই লাভ ইট!’ শহরের এই গরমে কিছুটা কষ্ট হচ্ছিল ভাইজানের। তবে তাই বলে তিলোত্তমার প্রতি তাঁর ভালোবাসা কিন্তু একটুও কমেনি। গতকালের ইভেন্ট চলাকালীন তিনজন পুরুষ এবং মহিলা অনুরাগীকে মঞ্চে তোলেন তিনি। তাঁদের উপহার দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে সেলফিও তোলেন বলি সুপারস্টার।


গতকালের অনুষ্ঠান শেষে ভাইজানকে সংবর্ধনা দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর ক্লাবের তরফ থেকে অভিনেতাকে উত্তরীয় পরিতে বরণ করা হয়। সেই সঙ্গেই তাঁর হাতে তুলে দেওয়া হয় ক্লাবের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। Da-Bangg Show শেষ হওয়ার পর অভিনেতা বলেন, ‘আমাদের সবার তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। আপনাদের সবার ঝুলি খুশিতে ভরে উঠুক। আপনাদের সবার স্বপ্নপূরণ হোক। এটাই আমার কামনা। অনেক ধন্যবাদ জানাই। শীঘ্রই আপনাদের সঙ্গে ফের দেখা হবে। আমি খুব তাড়াতাড়ি আবার ফিরব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥