• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভক্তিতেই আছে শক্তি! আকাল কাটিয়ে বলিউডের সুদিন ফেরাতে সিদ্ধিদাতা গণেশের আরতি করলেন সালমান খান

Updated on:

Salman Khan performs aarti celebrates Ganesh Chaturthi at Aripta Khan’s home, watch video

সারা দেশ জুড়ে এখন উদযাপিত হচ্ছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। বিশেষত মহারাষ্ট্রে এই উৎসব সবচেয়ে ধুমধাম করে উদযাপিত হয়। বাংলার শ্রেষ্ঠ উৎসব যদি দুর্গা পুজো হয়, তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রে তা নিঃসন্দেহে গণেশ চতুর্থী। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা, প্রত্যেকে গণপতি আরাধনায় মেতে ওঠেন।

গত দু’বছর করোনার প্রকোপে ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বদের গণেশ পুজোর জৌলুস কিছুটা কম ছিল। কিন্তু এবছর ফের জাঁকজমকপূর্ণভাবে বিঘ্নহর্তার পুজোয় মেতেছেন সকলে। গণপতির আশীর্বাদ নিয়ে ফের বক্স অফিসে সুদিন ফেরানোর আশায় একেবারে বদ্ধপরিকর পুরো বলিউড। ব্যতিক্রম নন সুপারস্টার সলমন খানও।

Salman Khan

বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় গণেশ পুজোর মধ্যে নিঃসন্দেহে একটি হল সুপারস্টার সলমন খানের (Salman Khan) বাড়ির পুজো। গত বছর থেকে আবার অভিনেতার বোন অর্পিতা খান শর্মাও নিজের বাড়িতে গণপতি আরাধনা শুরু করেছেন। সলমন, সোহেল, আরবাজ-সহ সম্পূর্ণ খান পরিবার এবং বলিউডের বহু তারকা উপস্থিত থাকেন সেখানে। এই বছর যেমন কড়া নিরাপত্তার মধ্যেই বোনের বাড়ির পুজোয় যান ভাইজান।

Arpita Khan Ganapati Puja

বুধবার রাতে অর্পিতার বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো উদযাপিত হয়েছে। সেখানে বাপ্পার আরতি করেছেন তাঁর দাদা তথা বলি সুপারস্টার সলমন খান। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেতা। তা দেখে নেটিজেনদের অনুমান, বলিউডের সুদিন ফেরানোর জন্যই বিঘ্নহর্তার কাছে ভক্তিভরে আরতি করছেন সলমন।

অর্পিতার বাড়ির পুজোয় সলমনই শুধু নন, গতকাল ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামী ব্যক্তিত্বরাও গিয়েছিলেন। রীতেশ দেশমুখ যেমন স্ত্রী জেনেলিয়া এবং দুই পুত্রের সঙ্গে অর্পিতার বাড়ির গণপতি দর্শনে গিয়েছিলেন। এছাড়াও বিয়ে হয়ে গেলেও, প্রত্যেক বছরের মতো এবারও খান পরিবারের গণেশ পুজোয় গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে ছিলেন স্বামী তথা অভিনেতা ভিকি কৌশল।

সলমন খান প্রত্যেক বছর নিজের বাড়িতে ধুমধাম করে বাপ্পাকে স্বাগত জানান। প্রতি বছর আরতিও করেন তিনি। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই দৃশ্যের সাক্ষী থাকতে পারেন তাঁর অনুরাগীরাও। খান পরিবারের জাঁকজমকপূর্ণ গণপতি আরাধনার ছবি, ভিডিও দেখার জন্য একেবারে মুখিয়ে থাকেন নেটাগরিকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥