রাত পোহালেই আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)। কিন্তু এ বছরও প্রেমহীন বসন্ত কাটাবেন সালমান খান (Salman Khan)। যদিও জীবনে একাধিক প্রেম এসেছে অভিনেতার। কিন্তু টেকেনি সম্পর্ক। তাই জীবনের ৫৭ টা বসন্ত পেরিয়ে এবছরও অবিবাহিতই রয়ে গিয়েছেন বলিউডের (Bollywood) এই মোস্ট এলিজেবেল ব্যাচেলার। তবে এতবছর পর হঠাৎ বিয়ে (Marriage) নিয়ে নিজের সুপ্ত বাসনার কথা জানালেন খোদ অভিনেতা নিজেই ।
কবে বিয়ে করছেন? এতদিন এই প্রশ্নই সবাই করতেন সালমান খানকে। আর এদিন অভিনেতা নিজেই বিস্ফোরক মন্তব্য করলেন নিজের বিয়ে নিয়ে। কার্যত বোমা ফাটিয়ে সালমানের মন্তব্য ‘আমি কিন্তু নিজের ইচ্ছায় সিঙ্গেল (Single) নই’। কিন্তু প্রেম দিবসের আগেই হঠাৎ এমন কথা কেন বললেন বলিউডের ভাইজান?
আসলে সদ্য টানা ১৯ সপ্তাহের সফর শেষ হয়েছে বিগ বস ১৬-র। রবিবার ছিল বিগ বস ১৬-এর গ্র্যান্ড ফিনালে। এদিন সেই থেকেই বিগ বসের ফাইনালের মঞ্চ থেকে এদিন এমন বিস্ফোরক মন্তব্য করেন সালমান খান। সেখানে টপ ফাইভ অবধি পৌঁছালেও অন্তিম পর্ব থেকে ছিটকে গিয়েছিলেন শালিন ভানোট। এদিন বিগ বসের হাউস থেকে বেরিয়ে তিনি সোজা চলে আসেন মূলমঞ্চে।
সেখানেই শালিনের সাথে টিনা দত্তের সম্পর্ক নিয়ে খোঁচা দিতে শুরু করেন সলমান। উত্তরে শালিন জানান তিনি এক্ষেত্রে সালমান খানকেই অনুসরণ করছেন। শালিনের কথায় ‘আমি কখনও কোনও মেয়ের পিছনে দৌড়ব না। আপনার থেকে সেটা শিখেছি। একাকিত্বকে ভালোবেসেছি’।
এরপরেই বিয়ে প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সলমান। অভিনেতার নিজের কথায়,’আমি নিজের মর্জিতে সিঙ্গল নই কিন্তু’। এর বেশি যদিও একটাও শব্দ খরচ করেননি অভিনেতা। খোদ সালমান খানের মুখে একথা শুনে বেশ অবাক হয়েছেন অনুরাগীরা। যদিও অনেকের দাবি,এই মাঝ বয়সে এসে বিয়ে না করার আফসোস হচ্ছে সালমান খানের।