• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু রণবীর না, হৃত্বিকের দিকেও ছিল নজর! প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে কটাক্ষ করলেন সালমান

আজও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলতে সবার প্রথমেই আসে বলিউড সুপারস্টার সালমান খান (Salman Khan)। ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের সাথে সম্পর্কে থাকার পাশাপাশি ভাইজানের মেজাজ সম্পর্কে কমবেশি সকলেই জানেন। অতীতে মেজাজ হারিয়ে মারপিট করার অভিযোগে একাধিকবার শিরোনামেও এসেছেন অভিনেতা।

উল্লেখ্য বলিউডের সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ সালমানের খানের প্রেমিকা তালিকা অনেক লম্বা। তাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে রয়েছে একাধিক চর্চিত বিষয়। কেই বলেন তিনি রগচটা, আবার কেউ বলেন সহজে কাউকে ক্ষমা করেন না ভাইজান। করলেও তার আজীবন মনে রাখেন ভাইজান। নেপোটিজমের অভিযোগের পাশাপাশি একাধিক তারকার কেরিয়ার নিজের হাতে নষ্ট করার অভিযোগও রয়েছে অভিনেতার বিরুদ্ধে।

   

সালমান খান,Salman Khan,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,Ranbir Kapoor,রনবীর কাপুর,Hrithik Roshan,হৃতিক রোশন

বর্তমানে অভিনেতা ভিকি কৌশলের বিবাহিত স্ত্রী ক্যাটরিনা কাইফের সাথে একসময় দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সলমন খানের। ২০০৯ সালে সম্পর্ক ভেঙে যায় তাদের। কিন্তু পরবর্তীতে ক্যাটসুন্দরীর জীবনে এন্ট্রি নেন বলিউড হার্ট থ্রব রনবীর কাপুর। তবে বিষয়টা মন থেকে মেনেই নিতে পারেননি ভাইজান। মুখে কখনোই বিষয়টা নিয়ে কথা বলেননি তিনি।

সালমান খান,Salman Khan,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,Ranbir Kapoor,রনবীর কাপুর,Hrithik Roshan,হৃতিক রোশন

কিন্তু দীর্ঘদিন এই প্রতারণার জন‍্য ক্ষমাও করতে পারেননি তিনি। একবার করণ জোহরের শোতে গিয়ে এমনটাই বলেছিলেন সালমান খান। একবার ‘কফি উইথ করন শো’ তে অতিথি হয়ে এসেছিলেন সলমন। সেখানেই তিনি ক‍্যাটরিনা ও রণবীরের সম্পর্ক নিয়ে কটাক্ষ করার পাশাপাশি, তিনি ইঙ্গিতও দিয়েছিলেন যে হৃতিক রোশনের সঙ্গেও লুকিয়ে প্রেম চালাচ্ছেন ক‍্যাট সুন্দরী!

সালমান খান,Salman Khan,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,Ranbir Kapoor,রনবীর কাপুর,Hrithik Roshan,হৃতিক রোশন

র‍্যাপিড ফায়ার রাউন্ডে করন সলমনকে প্রশ্ন করেন, কোন তারকাকে তিনি কোন পরামর্শটা দেবেন। প্রথমে নাম রণবীর কাপুরের নাম আসতেই সলমন বলেন, “মজা করো”। এরপরই ক‍্যাটরিনা কাইফের নাম আসতেই ভাইজান বলেন, “ও যাতে মজা না করতে পারে সেটা নিশ্চিত করো‌।” এরপর হৃতিকের নাম এলে সলমন পরামর্শ দেন, “তুমি এসব থেকে দূরে থাকো।” এরপরই জল্পনা শোনা যায় রণবীরের সঙ্গে সম্পর্ক থাকার পরেও গ্রীক গড রণবীরের দিকেও চোখ পড়েছিল ক্যাটসুন্দরীর।

site