বলিউডের অভিনেতারা কোটিপতির থেকে কম নন, বিশেষত ভাইজান সালমান খান তো একটা ছবিতেই কয়েক কোটি কমিয়ে নিতে পারেন। তবে সালমান খান (Salman Khan) ছাড়াও এমন অনেক অভিনেতা রয়েছেন যাদের বর্তমান সম্পত্তি কয়েকশো কোটি হলেও একসময় অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের। এমনই একজন অভিনেতা হলেন বিবেক ওবেরয় (Vivek Oberoi)।
বলিউডের বিখ্যাত সুপারস্টারদের মধ্যে একজন হলেন বিবেক ওবেরয়। একাধিক ছবিতে অভিনেতার দুর্দান্ত অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। ক্রিশ ৩ ছবিতে ভিলেনের চরিত্র হোক বা শুটআউট ছবিতে অভিনয় সর্বত্রই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনিটা। কমেডি মুভি গ্রান্ড মস্তি ও গ্রেট গ্রান্ড মস্তি ছবিতেও দারুন অভিনয় করেছিলেন। প্রিন্স ছবিতে ছিলেন হিরোর ভূমিকায়। তবে অভিনয় ছাড়াও নিজের প্রোডাকশন হাউস রয়েছে।
বর্তমানে অভিনেতা কয়েকশো কোটি টাকার মালিক। তবে একসময় সুপারস্টার হয়েও শেষ হতে বসেছিল অভিনেতার কেরিয়ার। অভিনেতা নিজেই একবার এই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঐশ্বর্য রাইয়ের সাথে একসময় ঘনিষ্ঠ ছিলেন তিনি। যেকারণে সালমান তার কেরিয়ার নষ্ট করে দিতে চেয়েছিলেন। ‘Shootout at Lokhandwala’ ছবি হিট হবার পরেও সালমান খানের অঘোষিত নির্দেশের কারণে প্রায় ১ বছরেরও বেশি সময় বেকার থাকতে হয়েছিল তাকে।
অবশ্য নিজের অভিনয়ের দক্ষতার জেরে ধীরে ধীরে নিজেকে আজ জনপ্রিয়তার শীর্যে হাজির করেছেন অভিনেতা। বর্তমানে এক একটি ছবির জন্য ৩-৪ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান তিনি। তিন তিনটি রাজকীয় বাংলো রয়েছে ভিভেক ওবেরয়ের যার মধ্যে একটি মুম্বাইয়ের জুহুতে। জানা যায় অভিনেতার মোট সম্পত্তির পরিমান প্রায় ১৪ মিলিয়নেরও বেশি।
এখানেই শেষ নয়, দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বড় মনের মানুষ বিবেক ওবেরয়। মুম্বাইয়ের থানেতে যেখানে তিনি থাকেন সেখানে মোট ২৫টি শহীদ সেনা পরিবারকে দামি ফ্ল্যাট দেবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, নিজের আবাসন প্রকল্পও তৈরী করেছেন অভিনেতা। সেই প্রকল্পের মধ্যে দিয়ে আগামী ৩ বছরের মধ্যে ১৫ হাজার পরিবারকে ৮ লক্ষ টাকার মধ্যে বাড়ি দেবার প্রতিশ্রুতিও দিয়েছেন।