বলিউডের (Bollywood) সেরা অভিনেতাদের নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে অবশ্যই স্থান করে নেবেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)। এই দুই অভিনেতাকে ছাড়া বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কল্পনাই করতে পারেন না সিনেপ্রেমী মানুষরা। পর্দার ‘পাঠান’ এবং ‘টাইগার’এর মধ্যে বাস্তব জীবনেও দারুণ সম্পর্ক। তবে একবার নাকি এই শাহরুখকেই গুলি (Bullet fired) করে দিয়েছিলেন ভাইজান!
সম্প্রতি সলমন উপস্থিত হয়েছিলেন ‘আপ কি আদালত’এ। সেখানে নিজের কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। এই শোয়ে গিয়েই ভাইজান জানান, ‘করণ অর্জুন’এর (Karan Arjun) সেটে তিনি শাহরুখকে গুলি করেছিলেন! সলমনের সেই রূপ দেখে ভয় পেয়েছিলেন অনেকেই। অনেকে নাকি সেট (Set) থেকেও পালিয়ে গিয়েছিলেন।
সলমন বলেন, ‘শ্যুটিংয়ের সময় সিনেমার সেটে বেশ কিছু খালি বন্দুক ছিল। অ্যাকশন ডিরেক্টর ভিকু ভার্মার কাছ থেকে একটি খালি বন্দুক আমিও পেয়েছিলাম। তখন পার্টি চলছে। রাজস্থানী লোকনৃত্য শিল্পীরাও সেটে উপস্থিত ছিলেন। আমি শাহরুখকে গিয়ে বলি, তোমায় আমি নাচ করতে ডাকব, কিন্তু তুমি আসতে রাজি হবে না’।
ভাইজান বলেন, ‘এরপর আমরা দু’জন হাতাহাতিতে জড়িয়ে পড়ব। এখানে একটি খালি বন্দুক রয়েছে। সেটা দিয়ে তোমায় লক্ষ্য করে গুলি করব, তুমি মাটিতে লুটিয়ে পড়ব। তবে শাহরুখ তখন বলে, ওঁর ক্লান্ত লাগছে। সেটে তখন আমার ভাই সোহেলও ছিল। আমি শাহরুখের একটা হাত এবং সোহেল আর একটা হাত টেনে ধরে। এরপর শাহরুখ আমায় ধাক্কা দেয়, আমিও পাল্টা ধাক্কা দিই। এরপর শুরু হয় হাতাহাতি। এরপরই বন্দুক বের করে আমি চালিয়ে দিই’।
সলমনের সংযোজন, ‘শাহরুখ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ওখানে জাভেদ সাহেবের স্ত্রী হানি আন্টিও উপস্থিত ছিলেন। উনি সঙ্গে সঙ্গে বলেন, ‘ওঁকে আমি ছোট থেকে চিনি। ও এই ধরণের ছেলেই নয়’। ভাইজান জানান, সেখানে একজন সাংবাদিকও ছিলেন। তিনি বলেছিলেন, আমি জানতাম ও এরকমই। ওদিকে আবার টাইম ভিডিওর মালিক প্রবীণভাই শাহ পরিস্থিতি দেখে পালিয়ে যাওয়ার কথা বলেন।
শাহরুখের দিকে তাক করে গুলি চালানোর পর ১০ মিনিট রক্তচক্ষু করে দাঁড়িয়ে ছিলেন সলমন। সেই সঙ্গেই সবাইকে বলেছিলেন, কেউ উঠলেই তাঁকে খুন করে দেবেন। পরিচালক রাকেশ রোশনের নাকি তখন হাত কাঁপছে। সবার এই অবস্থা দেখে সলমন মজা থামিয়ে শাহরুখকে ডেকে বলেন, ‘শাহরুখ ওঠ’। কিন্তু ‘কিং খান’ তখন সাড়া দিচ্ছেন না। ভয় পেয়ে যান সলমন। সঙ্গে সঙ্গে বন্দুক চেক করে দেখেন সেটায় গুলি ছিল কিনা। এরপর হঠাৎই শাহরুখ নাক ডাকতে শুরু করে। রাগে-মস্করায় শাহরুখকে তাক করে আরও দু-তিনবার গুলি চালান সলমন। এই দৃশ্য দেখে সেটের সবাই হাসতে শুরু করেন।