গতবছর থেকে শুরু হয়েছে বলিউডের শনির দশা। এবছরেও খুব একটা ভালো অবস্থা নেই, একেরপর এক বিগ বাজেট ছবি ফ্লপ হয়েছে। কেরিয়ার বাঁচাতে অনেক বলি তারকারাই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন। সেই তালিকাতেই রয়েছেন সলমন খানও (Salman Khan)। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীর (Chiranjeevi) ছবি ‘গডফাদার’ (Godfather) এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ভাইজানকে।
দক্ষিণী এই ছবি রিলিজের আগে মনে হয়েছিল সুপারহিট হতে চলেছে সিনেমা। কিন্তু রিলিজের পর একেবারে উল্টো ছবি দেখা গেল। উৎসবের মরশুমে দশেরার দিনে রিলিজ হলেও ফাঁকাই পড়ে রইল সিনেমা সিনেমা হল। দক্ষিণী ছবি হলেও হিন্দিতে ডাবিং করে রিলিজ হয়েছিল ‘গডফাদার’। কিন্তু বক্স অফিসে যে এই ছবি ফ্লপ সেটা বোঝাই যাচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে, অন্য ছবি দেখতে আসা দর্শকদের সংখ্যাই বেশি। গডফাদারকে একপ্রকার এড়িয়েই চলেছেন দর্শকেরা। সেই কারণে প্রথম দিন থেকেই আয় প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। বিগত মঙ্গলবার মাত্র ২.৩৫ কোটি টাকা উঠেছে। আর এপর্যন্ত ৬৫.৫ কোটির কিছু বেশি আয় হয়েছে। যেটা ছবির তৈরির খরচও নয়।
বিশেষজ্ঞদের মতে, এভাবেই যদি চলে তাহলে খুব একটা ভালো আয় তো হবেই না বরং ফ্লপের খাতায় নাম লেখাবে গডফাদার। এখন নির্মাতাদের আসা ছবি তৈরির ১০০ কোটি টাকা উঠলে হয়। তাই আগামী দিনের বক্স অফিস কালেকশনের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
প্রসঙ্গত, বলিউড থেকে সাউথে এলেও নিজের কাজের জন্য কোনো টাকা নেননি সালমান খান। ছবিতে বেশ কিছুটা দৃশ্যে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ভাইজানকে। ছবির পরিচালক মোহন রাজ নিজেই সালমানের নাম এই চরিত্রের জন্য প্রস্তাব করেন। এরপর চিরঞ্জীবী নিজের পারিবারিক পরিচিতির সূত্রেই অভিনেতাকে রাজি করান।
এদিকে সামনেই দিওয়ালি আর উৎসবের মরশুমে রিলিজ হতে চলেছে ভাইজানের পরবর্তী ছবি। যদিও ছবির নামে কিছুটা বদল হয়েছে তবে শেষ অবধি ‘কিসি কা ভাই কিসি কা জান’ এই নামেই রিলিজ হতে চলেছে ছবিটি। আশা করা হচ্ছে আবারও ব্লকবাস্টার হিট দিতে চলেছেন সালমান খান। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে, এবার শুধু রিলিজের অপেক্ষা।