• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোনোও কাজই ছোট নয়! রাখি সাওয়ান্তের বিছানা পরিস্কার করে দিলেন স্বয়ং সলমান খান

Salman Khan Bigg Boss

বিগবস (Bigg Boss 14) মানেই বিতর্ক। বাড়ির মধ্যে কখনো লেগে আছে ঝগড়া অশান্তি, কখনোবা চলছে চুপিচুপি প্রেম। বিগবসের বাড়ির ভিতরে ঠিক কী চলছে তা জানতে ইতিমধ্যেই রোজ নিয়ম করে টিভির সামনে ভীড় জমাচ্ছে বিগবসের ভক্তরা। যতই সিজন বাড়ুক বিগবস নিয়ে মাতামাতিতে কিন্তু এক বিন্দুও ভাটা পড়েনি। সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় বিগবস ১৪ এক্কেবারে জমে ক্ষীর। রোজই নতুন নতুন কান্ড ঘটছে বিগবসের বাড়িতে। সপ্তাহান্তে প্রতি শনিবারই বিগবসের বাড়ির হাল হকিকত জানতে পর্দায় দেখা যায় ভাইজানকে।

Salman Khan

অতএব আজকেই ফের প্রতিযোগীদের উচিৎ অনুচিত শেখাতে বিগবসের ঘরে হাজির থাকবেন সলমন খান৷ ভাইজান প্রতিযোগীদের শেখাবেন সব কাজকেই সম্মান করস উচিৎ। কোনো কাজই ছোট নয়। আর এই পাঠ দিতেই বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও স্বয়ং সলমান খান নিজের হাতে সাফ করে দিলেন রাখি সাওয়ান্ত ( Rakhi Sawant ) এর বিছানা। পরিপাটি করে গুছিয়েও দিলেন রাখির শোয়ার জায়গা। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে অন্তত তাই দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, শোয়ের আরেকজন প্রতিযোগী এজাজ খান সলমনকে জানান, নিকি তাম্বোলি রাখি সাওয়ান্তের বিছানা সাফাই করতে মোটেই রাজি নন। এরপরেই রাখির বিছানা পরিস্কার করতে মাস্ক, গ্লাভস পরে বিগবসের ঘরে হাজির হন সলমন৷ বাইরে থেকে রাখি বলতে থাকেন সরি। এরপরেই সলমন নিজের হাতে সব গুছিয়ে দিয়ে রাখিকে জিজ্ঞাসাও করেন সব ঠিক আছে কিনা। তারপরই ভাইজান বলেন, ‘কোনও কাজই ছোট নয়।” এই প্রথমবার নয় এর আগেও রাখির সঙ্গে অন্যান্য প্রতিযোগীদের খারাপ আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সলমান৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥