• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামেই ভার্জিন, বাস্তবে পছন্দ কচি প্রেমিকা! রইল বুড়ো সলমনের ২৪ বছরের ছোট প্রেমিকার আসল পরিচয়

সলমন খান (Salman Khan), নামটাই যথেষ্ট বলিউড ইন্ডাস্ট্রিতে। সুপারহিট সিনেমা থেকে লম্বা প্রেমিকার লিস্ট সবেতেই রয়েছেন তিনি। এমনকি বি টাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলারদের মধ্যে সবার আগেই নাম আসে সলমনের। কিন্তু যার প্রেমের লিস্ট এত লম্বা তিনি আজও অবিবাহিত। হ্যাঁ, ডজন খানেক প্রেম করলেও জোটেনি বউ! বয়স ৬০ বছর পেরোলেও নিজেকে এখনও ভার্জিন বলেই দাবি করেন ভাইজান!

তবে সম্প্রতি ভাইজানের নতুন প্রেমিকাকে নিয়ে রীতিমত উত্তাল হয়ে পড়েছে নেটপাড়া। একদিকে নতুন ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ (Kisi Ki Bhai Kisi Ki Jaan) এর রিলিজ তারপর শীতে নতুন প্রেমিকার খোঁজ সব মিলিয়ে বি টাউনের হট টপিক এখন সল্লু মিয়াঁ। বহুদিন ধরেই সলমনের ‘কিসি কি ভাই কিসি কি জান’ এর জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ছবিতে সলমনের সাথে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ে থেকে শেহনাজ গিলকে।

   

Salman Khan

এই ছবির শুটিংয়ের সময় থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে শেহনাজের সাথেই নাকি প্রেম করছেন ভাইজান। কারণ ক্যামেরার সামনে একাধিকবার ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে তাদের। সেই হিসাবেই নেটিজেনরা আন্দাজ করেছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে শেহনাজ নয়, বরং পূজার প্রেমে পড়েছেন সলমন খান।

Salman Khan with Puja Hegde

আসলে সম্প্রতিকালে উমাই সান্ধু প্রথম সলমন-পূজার প্রেমের খবর প্রকাশ্যে আনেন। তাঁর খবর অনুযায়ী, সলমনের সাথে সম্পর্কে জড়িয়েছেন পূজা। এমনকি সলমনের সাথে আগামী আরও দুটি ছবিও সাইন করে ফেলেছেন অভিনেত্রী। আর বর্তমানে তারা দুজনে একসাথেই সময় কাটাচ্ছেন।

Salman Khan Puja Hegde

তবে, শুধু সলমনের সাথেই নয় ইন্ডাস্ট্রির আরও এক অভিনেতার সাথে ছবি পাকা হয়ে গিয়েছে পূজার। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির পরেই রণবীর সিংয়ের সাথে ‘সার্কাস’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়াও জেনে রাখা ভালো, একবছর আগে দক্ষিণী তারকা প্রভাসের সাথে ‘রাধে শ্যাম’ ছবি দিয়েই বলিউডের কেরিয়ার শুরু করেন পূজা।

প্রসঙ্গত, সলমন খানের প্রেম নিয়ে ভক্তরা উচ্ছসিত হলেও খুব একটা আশাবাদী নন অনেকেই। কারণ এর আগেও একধিকবার প্রেম থেকে শুরু করে বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু শেষমেশ ভক্তদের সব আশায় জল ঢেলে দেন ভাইজান। তাই এটাও হয়তো আসন্ন ছবির প্রচারের নয়া কৌশল বলেন মনে করছেন অনেকে।

site