• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩২ বছরের প্রতিজ্ঞা কি আর একটা ছবির জন্য ভাঙা যায়! সেলোটেপ লাগিয়ে দিশা পাটানিকে চুমু খেল সালমান

বলিউডের (Bollywood) অ্যাকশন হিরো হিসেবেই পরিচিতি পেয়েছেন সালমান খান (Salman Khan)। ৩২ বছরের ফিল্মি কেরিয়ারে নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে কখনো কোনও সহ অভিনেত্রীর ঠোঁটে ঠোঁট রাখেননি বলিউডের “দাবাং” হিরো। তবে পাশ্চাত্য সংস্কৃতির মতো ভারতীয় ফিল্ম দুনিয়াতেও কিন্তু অনস্ক্রিন চুম্বন দৃশ্যের চল বহু আগে থেকেই চলে আসছে। তবে সেই স্রোতে কখনো গা ভাসান নি সালমান খান।

বলিউডের ভাইজান নামেই পরিচিত অভিনেতা সালমান খান। দেশ-বিদেশ মিলিয়ে কোটি কোটি ভক্ত রয়েছে সালমান খানের। আরবি গত 22 এপ্রিল দিনটা ছিল সালমান খান ভক্তদের জন্য বহু প্রতীক্ষিত একটা দিন। সালমান খানের পরবর্তী ছবি রাধে এর ট্রেলার রিলিজ হয়েছে এদিন।

   

সালমান খান Salman Khan Kissing in Radhe

নতুন এই ছবিতে বাকি ছবির মত ই ফুল্ল একশন আর রোমান্সে ভরপুর রয়েছে। তবে এই ছবিটি সালমান ভক্তদের কাছে একটু বেশি স্পেশাল কারণ এই ছবিতে বলিউডের ভাইজানকে চুমু খেতে দেখা গিয়েছে অন স্ক্রিনে। এর আগে কোনো ছবিতেই ক্যামেরার সামনে চুমু খেতে দেখা যায়নি অভিনেতা কে।

সালমান খান Salman Khan Kissing in Radhe

আসলে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে সালমান খানের নাম সবার আগে আসে। আর বলিউড থেকে হলিউডে একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্কের গুঞ্জন উঠলেও অভিনেতা কিন্তু বয়সের হাফ সেঞ্চুরি করেও দিব্যি সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন। কিন্তু এই ছবিতে সালমান খানকে চুমু খেতে দেখে অনেকেই ভেবেছিলেন যে নিজের প্রতিজ্ঞা হয়তো ভেঙে ফেলেছেন ভাইজান।

Salman Khan disha patani kiss

তবে মজার বিষয় কি জানেন! ছবিতে ক্যামেরার সামনে হিরোইন দিশা পাটানি কে চুমু খেতে দেখা গিয়েছে সালমান খানকে। তবে নিজের প্রতিজ্ঞার কথা কিন্তু ঠিকই মনে ছিল ভাইজানের। তাই চুমু খেলেও সেলুটেপের উপর দিয়েই চুমু খেয়েছেন ভাইজান। অর্থাৎ নিজের অনস্ক্রিন ভার্জিন হওয়ার প্রতিজ্ঞা কিন্তু ঠিকই বজায় রেখেছেন সালমান খান।