ঈদ উপলক্ষে ভক্তদের নতুন সিনেমা উপহার দিতে হাজির বলিউডের (Bollywood) ভাইজান সালমান খান (Salman Khan)। আজ অর্থাৎ ২১ এপ্রিল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi ka Bhai Kisi Ka Jaan)।
ইতিপূর্বে ‘রাধে’ এবং ‘অন্তিম’ এর মত সুপার ফ্লপ দুটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এই ঈদে নতুন আশায় বুক বাঁধছেন সালমান ভক্তরা। দেশজুড়ে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা নিয়ে সালমান ভক্তদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।
অন্যদিকে বলিউড বাদশা শাহরুখ খানের পাঠানের পর এবার সালমানের এই সিনেমার জেরেও একেবারে কোণ ঠাসা হয়ে পড়েছে মুক্তিপ্রাপ্ত এক ঝাঁক বাংলা সিনেমা। যার মধ্যে রয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’।
বলিউড তারকার কাছে ইতিমধ্যেই প্রতিযোগিতায় বেশ পিছিয়ে জিতের চেঙ্গিজ। জানা যাচ্ছে রাজ্যেই জিতের ছবির তুলনায় ৫ গুণ বেশি শো পেয়েছে সালমানের এই সিনেমা। বুক মাই শোয়ের পরিসংখ্যান অনুযায়ী নিজের রাজ্যেই সালমানের কাছে কোণঠাসা জিতের সিনেমা।
শুক্রবার পশ্চিমবঙ্গেই ‘কিসি কা ভাই কিসি কি জান’ শোর সংখ্যা রয়েছে ২৯০টি। সেখানে চেঙ্গিজের ঝুলিতে রয়েছে মাত্র ৬২টি শো। প্রসঙ্গত এখানে বলে রাখি যদিও শোয়ের ওপরে কোন সিনেমার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে না। তবুও প্রাথমিকভাবে শুরুর আগেই প্রতিযোগিতায় বেশ পিছিয়ে জিতের চেঙ্গিজ।
প্রসঙ্গত সালমান খানের এই ছবি মুক্তির দিনেই দেশজুড়ে মুক্তি পেয়েছে জিতের সিনেমা চেঙ্গিজ। যার জন্য ইতিমধ্যেই তিনি বাংলার বাইরেও দিল্লি মুম্বাই এর মত মেট্রো সিটিতে চুটিয়ে প্রচার চালিয়েছেন। কিন্তু শুরুর আগেই এমন অবস্থা দেখে ভাইজানের সামনে জিতের সিনেমা কতটা টক্কর দিতে পারে সেটাই দেখার। তবে চেঙ্গিজ শুধু নয় গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘লাভ ম্যারেজ’,‘শেষ পাতা’ সহ ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’ এর মতো তিনটি বাংলা সিনেমাও ভাইজানের দাপটে একেবারে ধরাশায়ী।