• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সলমন, শাহরুখ, করণ জোহারের গলায় মালা পরিয়ে মৃত্যু কামনা সুশান্ত ভক্তদের!

সুশান্ত সিং রাজপুত,রিয়া চক্রবর্তী,বলিউড,মাদক যোগ,এনসিবি,Sushant Singh Rajput,Sushant Singh Rajput Death case,NCB,Drug Case,Rhea chakraborty,salman khan,SRK,sanjay leela bansali,karan johar

গত ১৪ ই জুন বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার ব্রান্দার ফ্ল্যাট থেকে। তারপর থেকেই কার্যত উত্তাল বলিপাড়া। এই মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ অভিনেতার পরিবার থেকে অনুরাগীরাও। সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক বলিউডের বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগের তীর। কখনো মাদকযোগ কখনো স্বজনপোষণ।

অনেকেরই মত বলিউডের নেপোটিজমের কারণেই আত্মহত্যা করতে হয়েছে অভিনেতাকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় উঠে এসেছে পরিচালক মহেশ ভাট, করণ জোহার থেকে শুরু করে, প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী সহ একাধিক বলি তারকাদের নাম। আর ফুটফুটে এই অভিনেতাকে হারানোর যন্ত্রনা আজও ভুলতে পারছেন না তার অনুরাগীরা।

সুশান্ত সিং রাজপুত,রিয়া চক্রবর্তী,বলিউড,মাদক যোগ,এনসিবি,Sushant Singh Rajput,Sushant Singh Rajput Death case,NCB,Drug Case,Rhea chakraborty,salman khan,SRK,sanjay leela bansali,karan johar

তবে থেকেই বলিউড বয়কটের ডাক দিয়েছেন সুশান্ত অনুরাগীরা। সম্প্রতি ‘বয়কট বিগবস ফর সুশান্ত সিং রাজপুত ‘ নামক একটি গ্রুপ থেকে সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে সলমন খান, করণ জোহার, সঞ্জয় লীলা বনসালি, এবং শাহরুখ খানের ছবিতে মালা দিয়ে তাদের মৃত্যু কামনা করা হয়। ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শেয়ার হয়েছে প্রায় হাজার হাজার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥