• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুকলি করেই সাউথকে টেক্কা দেবেন ভাইজান! নতুন গল্প নেই, সুপারহিট ছবির রিমেক করবেন সালমান খান

Published on:

Salman Khan Daabangg 4 comming soon rumour in bollywood

বলিউডে (Bollywood) খুব কম ছবিই আছে, যা একেবারে তাদের নিজস্ব। নাহলে বেশিরভাগ ছবির ক্ষেত্রেই রিমেকের ওপর নির্ভর করেন বলিপাড়ার নির্মাতারা। বিশেষ করে, দক্ষিণের নানান সুপারহিট ছবির রিমেক করেন তাঁরা। আর এই রিমেকে অভিনয় করেন নবাগত অভিনেতা থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান (Salman Khan), আমির খানের মতো সুপারস্টাররাও।

তবে এবার দক্ষিণের কোনও ছবি নয়, বরং বলিউডেরই একটি সুপারহিট ছবির রিমেক আসতে চলেছে। রিমেকের এই জমানায় আশির দশকের একটি সুপারহিট ছবিতে অভিনয় করতে চলেছেন বলিপাড়ার ভাইজান সলমন খান। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই সংবাদ।

Salman Khan

বলিউডের অন্দরের এক বিশ্বস্ত সূত্র সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে এই ‘গোপন’ খবর ফাঁস করেছেন। জানানো হয়েছে, ১৯৮৯ সালে সলমনের ডেবিউ ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র পাশাপাশি মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবিতে এক নয়, দুই নয়, বরং তিন জন হিরো ছিলেন। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সেই ছবিটি। এবার সেই ছবিরই সিক্যুয়েলে অভিনয় করতে চলেছেন বলিপাড়ার ভাইজান।

আশির দশকে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে অভিনয়করে বলিউডের তৎকালীন এক সুপারস্টার। পাশাপাশি সেই ছবিতে অভিনয় করেছিলেন আরও দুই নামী অভিনেতা। এনাদের মধ্যে একজন আবার আর্ট ফিল্মের দুনিয়া থেকে এই ছবির হাত ধরেই বাণিজ্যিক ছবির জগতে পা রেখেছিলেন। ধরতে পেরেছেন কোন ছবির কথা হচ্ছে এখানে?

Tridev

এখানে কথা হচ্ছে, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ত্রিদেব’এর (Tridev)। ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, জ্যাকি শ্রফ এবং নাসিরুদ্দিন শাহ। সঙ্গেই ছিলেন অমরীশ পুরী, মাধুরী দীক্ষিত, সঙ্গীতা বিজলানি এবং সোনমের মতো শিল্পীরা। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবিটি। এবার শোনা যাচ্ছে, তিন হিরোর সেই ছবিরই রিমেক আসতে চলেছে এবং ছবিতে অভিনয় করবেন খোদ সলমন খান। পাশাপাশি থাকবেন বলিউডের আরও দুই সুপারস্টারও। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করবেন নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥