• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেড়ে যাচ্ছে জ্যাসমিন, বিগবসের ঘরে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো সলমান খান, ভিডিও ভাইরাল

Published on:

Salman Khan crying

বলিউড (Bollywood) এর সবচেয়ে এলিজেবল ব্যাচেলার হল সলমন খান (Salman khan)। ৫৫ বছর বয়সেও আইবুড়ো নাম ঘুচলোনা অভিনেতার। যদিও অসংখ্য অভিনেত্রীর সঙ্গেই তার নাম জড়ালেও কোনো সম্পর্কই তার ছাদনাতলা অবধি গড়ায়নি। এমতাবস্থায় এই বয়সেও একটি হাঁটুর বয়সী মেয়ের জন্য অন ক্যামেরা হাউ হাউ করে কেঁদে উঠলেন বলিউডের ভাইজান। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই বিখ্যাত রিয়ালিটি শো বিগবস (Bigg Boss) -এ সঞ্চালনা করে আসছেন সলমন।

বিগবস (Big boss) মানেই বিতর্ক। বাড়ির মধ্যে কখনো লেগে আছে ঝগড়া অশান্তি, কখনোবা চলছে চুপিচুপি প্রেম। বিগবসের বাড়ির ভিতরে ঠিক কী চলছে তা জানতে ইতিমধ্যেই রোজ নিয়ম করে টিভির সামনে ভীড় জমাচ্ছে বিগবসের ভক্তরা। যতই সিজন বাড়ুক বিগবস নিয়ে মাতামাতিতে কিন্তু এক বিন্দুও ভাটা পড়েনি। যত দিন যাচ্ছে ততই যেন উত্তেজনা বাড়ছে বিগবসের ঘরে।

Salman Khan Bigg Boss

বিগবসের ঘরে বিকাশ গুপ্তা, আরশি খান, রাখি সাওয়ান্ত, রাহুল মহাজন আসার পর থেকেই পুরোনো সদস্য দের মধ্যে শুরু হয় সমস্যা। কিন্তু যখনই কারোর ছেড়ে যাওয়ার ঘন্টা বাজল, তখনই বিগবসের ঘর জুড়ে শুরু হল কান্নাকাটি। আর এই পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারলেন না বলিউডের ভাইজান সলমান খান -ও। সবার সামনেই প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়লেন তিনিও। নিমেষে ভাইরাল হল সেই ভিডিও।

রুবিনা দিলাইক, অভিনব শুক্লা, আলি গোনি, জ্যাসমিন ভাসিন ছিলেন সেই এভিকশনের পর্বের চারজন সদস্য। এদের মধ্যেই একজনকে ছেড়ে যেতে হবে বিগবস। যদিও কে ছেড়ে যাচ্ছেন তা প্রকাশ করা না হলেও পরে জানা যায় বাদ যেতে চলেছেন জ্যাসমিনই। আর তার জন্যই কেঁদে ভাসালেন সলমন, এই নিয়েও চলছে তুমুল জল্পনা।

 

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥