• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাদি মুবারক হো! অবশেষে বুকে পাথর চেপে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে বিয়ের শুভেচ্ছা জানালেন সলমন

Published on:

সলমন খান,বিগবস ১৫,ক্যাটরিনা কাইফ,ভিকি কৌশল,Salman khan,biggboss 15,katrina kaif,vicky kaushal

বলিউড (Bollywood) এর সবচেয়ে এলিজেবল ব্যাচেলার হল সলমন খান (Salman khan)। ৫৫ বছর বয়সেও আইবুড়ো নাম ঘুচলোনা অভিনেতার। যদিও অসংখ্য অভিনেত্রীর সঙ্গেই তার নাম জড়ালেও কোনো সম্পর্কই তার ছাদনাতলা অবধি গড়ায়নি। তবে ভাইজান এর সঙ্গে বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের প্রেম কাহিনি কারোরই অজানা নয়। তবে ক্যাটের সঙ্গে সলমনের সম্পর্কও পরিণতি লাভের আগেই ভেস্তে গিয়েছে।

প্রায় ২ মাস হয়ে গেল বলিউডের উঠতি অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সাথে সাত পাক ঘুরে ফেলেছেন ক্যাটরিনা৷ বিয়ের আগে পর্যন্ত কাকপক্ষীতেও টের পায়নি তারা যে এত জমিয়ে প্রেম করছিলেন। হয়ত ক্যাটরিনাই চাননি কারোর কুনজর পড়ুক তাদের সম্পর্কে। সমস্ত জল্পনাকে সত্যি করে গত ৯ই ডিসেম্বর, রাজস্থানের বারওয়ারার সিক্স সেন্স ফোর্টে রাজকীয় বিয়ে সেরেছেব ভিক্যাট জুটি। আর তাদের বিয়ের ছবি এখনো দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

Katrina Kaif Viki Kaushal Wedding 1

এই বিয়েতে উপস্থিত ছিলেন না সলমন বা তার পরিবারের কেউই। তবে দু’মাসে খানিকটা ধাতস্থ হতেই অবশেষে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাকে বৈবাহিক জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান। বিগবস ১৫- এর গ্র‍্যান্ড ফিনালেতেই আচমকা এই বাকি পড়ে থাকা কাজটি সেরে ফেললেন ভাইজান। ক্যামেরার দিকে হঠাৎই তাকিয়ে সলমন বলে উঠলেন, ‘ক্যাটরিনা, শাদি মুবারক হো’।

সলমন খান,বিগবস ১৫,ক্যাটরিনা কাইফ,ভিকি কৌশল,Salman khan,biggboss 15,katrina kaif,vicky kaushal

এখন সকলেরই প্রশ্ন হঠাৎ এই কাজ কেন করলেন ভাইজান। আসলে চলতি সিজনের বিতর্কিত প্রতিযোগী রাখি সাওয়ান্ত এবং গত সিজনের বিজেতা রুবিনা দিলাইক ক্যাটরিনার সুপারহিট আইটেম নম্বর ‘চিকনি চামেলি’তে পারফর্ম করার পরই, ক্যাটরিনার উদ্দেশ্যে এই বার্তা দেন অভিনেতা৷ একবার নয় বিগবসের মঞ্চে এদিন বহুবারই উঠেছে ভিকি ক্যাটের বিয়ের প্রসঙ্গ।

Salman Khan Namashkar

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা শেহনাজ গিল ও বলেন, ‘ক্যাটরিনা কাইফ এখন পঞ্জাবের ক্যাটরিনা হয়ে হয়ে গেছে। কারণ ভিকি কৌশের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গেছে। স্যার আপনি খুশিতে থাকুন শুধু, জানি না আমি একটু বেশি বলছি কিনা, ক্ষমা করবেন’। এরপর শেহনাজ আরও বলেন, ‘আপনাকে সিঙ্গলই মানায়’। তবে ভাইজানের উত্তরে অবাক সকলে। তিনি জানান, “যখন সিঙ্গেল হব তখন মানাবে”।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥