• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার খুনের হুমকি! প্রাণ বাঁচানোর ভয়ে রাতারাতি বড় পদক্ষেপ নিলেন সলমন খান

চলতি বছর মার্চ মাস থেকে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan)। গত বছর পাঞ্জাবের নামী সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে গুলি করে খুন করেছিলেন বিশ্নোই গ্যাংয়ের সদস্যরা। সেই দায়ে জেলে গিয়েছেন লরেন্স বিশ্নোই। তবে পালিয়ে বেড়াচ্ছেন অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রার (Goldy Brar)। এবার তিনিই সর্বসমক্ষে ভাইজানকে খুনের হুমকি (Death Threat) দিলেন।

সিধু হত্যাকারী লরেন্স এই মুহূর্তে জেলে থাকলেও সেখানে বসে তিনি একাধিকবার বলেছেন সলমন তাঁদের পরিবর্তী নিশানা। জেলে বসেই সাক্ষাৎকারও দিয়েছেন লরেন্স। তবে এতদিন পর্যন্ত ‘লুকিয়ে’ ছিলেন গোল্ডি। গত বছরের শেষের দিকে খবর পাওয়া গিয়েছিল আমেরিকায় আটক করা হয়েছে এই কুখ্যাত গ্যাংস্টারকে। তবে পরে আবার জানা যায়, তিনি ফেরারই রয়েছেন।

   

Salman Khan and Goldy Brar, Salman Khan death threat, Salman Khan security

এতদিন আড়ালে থাকার পর এবার প্রকাশ্যে এসে সলমনকে খুনের হুমকি দিলেন সিধু হত্যা মামলায় অভিযুক্ত এই গ্যাংস্টার। তিনি বলেন, ‘সলমন খানকে হত্যা করার পরিকল্পনা নিশ্চিতভাবে আমাদের রয়েছে। লরেন্স ভাই জানিয়েছেন, তিনি কোনও ভাবেই ক্ষমা চাইবেন না’। এই হুমকি আসার পরেই আরও জোরালো করে দেওয়া হয়েছে ভাইজানের নিরাপত্তা (Security)।

খুনের হুমকি পাওয়ার পর থেকে সলমনের বাড়ির সামনে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে চলাফেরা করেন অভিনেতা। এমনি গাড়ি ছেড়ে এখন বুলেটপ্রুফ গাড়িতে চড়েন অভিনেতা। এছাড়াও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তো রয়েছেনই।

Salman Khan death threat, Salman Khan security

তবে এবার গোল্ডি নিজে হুমকি দেওয়ায় মহারাষ্ট্র সরকারের তরফ থেকে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। বি৬ বুলেটপ্রুফ গাড়ি থেকে বি৭-এ গাড়িতে স্থানান্তরিত করা হয়েছে অভিনেতাকে। এছাড়া কোনও রকমের সন্দেহজনক কর্মকীর্তি নিয়েও সচেতন রয়েছে মুম্বইয়ের পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মার্চ মাসে সলমনের একজন ঘনিষ্ঠ সহযোগীকে হুমকি মেল পাঠানোর জন্য লরেন্স এবং গোল্ডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল মুম্বই পুলিশ। এর মধ্যে লরেন্দ জেলে থাকলেও গোল্ডি ফেরার। সিধু হত্যা মামলায় এমনিতেই তাঁকে খুঁজছে পুলিশ। কিন্তু এর মাঝেই সলমনকে হুমকি দিয়ে ফের সংবাদমাধ্যমের শিরোনামে স্থান করে নিলেন এই কুখ্যাত গ্যাংস্টার।