• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ঢপের বডি’! নাচতে গিয়েই ঠেলে বেরোচ্ছে আসল ভুঁড়ি, ভাইরাল ভিডিও হতেই কটাক্ষের শিকার সালমান খান

বলিউডের ভাইজান বললেই যাকে সবাই চেনে তিনি হলেন সালমান খান (Salman Khan)। ইন্ডাস্ট্রির প্রথমসারির তারকাদের মধ্যে অন্যতম সালমান। কয়েক দশক ধরে সালমান মানেই সুপারহিট ছবি! একপ্রকার ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। এবছর ৫৬ বছরে পা দিয়েছেন অভিনেতা। তবে পর্দায় হোক বা বাস্তবে তাকে দেখে সেটা বোঝা দায়! সবসময়েই ফিট অ্যান্ড ফাইন থাকতেই দেখা যায় ভাইজানকে।

যেখানে ৫০ পেরোলেই লোকে বুড়ো হয়ে যান সেখানে ভাইজান দিব্যি প্রতিবছর সিক্স প্যাক অ্যাবস দেখিয়ে সিনেমায় অ্যাকশন করেই চলেছেন। যেটা অনেকের কাছেই বেশ ঈর্ষণীয়। শুধু তাই নয়, এখনও পর্যন্ত বিয়েটাও করেননি সালমান। একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্কের গুঞ্জন হলেও ব্যাচেলার হয়েই জীবনটা কাটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। সেই কারণেই এখনো সিঙ্গেল সালমান।

   

Salman Khan

 

তবে এবছর জন্মদিনের আগেই রীতিমত লক্ষ লক্ষ ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছিলেন ভাইজান। কারণ, জন্মদিনের আগেই ফার্ম হাউসে সাপে কামড়ে ছিল সালমান খানকে। যদিও তেমন গুরুতর কিছুই হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অভিনেতাকে। এরপর হাসি মুখেই ভক্তদের সামনে সুস্থ আছেন বলে জানান দিয়েছিলেন সালমান নিজেই।

এদিকে সম্প্রতি নেটপাড়ায় রীতিমত খিল্লি উড়েছে সালমান খানকে নিয়ে। কেন? কারণ ভাইজানের একটি বেশ পুরোনো নাচের ভিডিও ইন্টারনেটে বেশ ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দাবাং সিনেমার ‘পান্ডে জি সিটি‘ গানটিতে নাচতে দেখা যাচ্ছে সালমান খানকে। গাঢ় নীল রঙের জিন্স আর কালো জ্যাকেট ও ভেতরে কালো টিশার্ট পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। কিন্তু মুশকিল হল নাচতে গিয়ে সালমানের ভুঁড়ি একেবারে স্পষ্ট বোঝাযাচ্ছে।

সালমান খান,বলিউড গসিপ,সালমান খানের বডি,Salman Khan,Salman Khan Body,Salman Khan Fat Belly,Salman Khan Dancing,Kisi Ka Bhai Kisi Ki Jaan

আর ভিডিওতে ভুঁড়ি বোঝা যেতেই কেলেঙ্কারি! নেটিজেনরা এমনিতেই সুযোগ খোঁজে সেলিব্রিটিদের ট্রোলিংয়ের জন্য। এদিকে সালমান খান ৫০ পেরিয়েও সিঙ্গেল তা নিয়ে কম ট্রোলিং হয়নি। এবার ভুঁড়ি বেরোতে দেখে ট্রোলের বন্যা বইয়ে দিয়েছে নেটিজেনরা ভিডিওর কমেন্ট বক্সে। কারোর মতে, অনেক তো বয়স হল এবার এসব ছাড়ো কাকা! তো কেউ বলেছেন, সিনেমায় নকল বডি দেখায় আসলে রয়েছে আস্ত একটা ভুঁড়ি।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

প্রসঙ্গত, সামনেই দিওয়ালি আর উৎসবের মরশুমে রিলিজ হতে চলেছে ভাইজানের পরবর্তী ছবি। যদিও ছবির নামে কিছুটা বদল হয়েছে তবে শেষ অবধি ‘কিসি কা ভাই কিসি কা জান’ এই নামেই রিলিজ হতে চলেছে ছবিটি। আশা করা হচ্ছে আবারও ব্লকবাস্টার হিট দিতে চলেছেন সালমান খান। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে, এবার শুধু রিলিজের অপেক্ষা।

site