দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিনে দিনে লক্ষাধিক আক্রান্ত হচ্ছেন রোজ। করোনাভাইরাস এর বাড়বাড়ন্ত ঠেকাতে দেশের কিছু কিছু জায়গায় পুনরায় লকডাউন করা হয়েছে। মুম্বাইতে বিগত বেশ কিছুদিন ধরে চলছে লকডাউন। আর লকডাউনের জেরে ফের কাজ হীন হয়ে পড়েছেন বহু মানুষজন। এমনকি জাদু নগরী মুম্বাইয়ে শুটিংয়ের ওপরেও রয়েছে করা নিজধাজ্ঞা। তবে দেশের এই করুণ পরিস্থিতিতে বহু বলিউড সেলিব্রিটিরা এগিয়ে এসেছেন।
বলিউডের ভাইজান সালমান খানও (Salman Khan) নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি সালমান খান ঘোষণা করেছেন যে ইন্ডাস্ট্রির সাথে জড়িত সমস্ত কলা কুশলীদের জন্য মাসিক অর্থ সাহায্যের ব্যবস্থা করবেন তিনি। কারা থাকছেন এর মধ্যে? তাহলে বলি শুটিংয়ের জন্য টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, স্টান্টম্যান ও স্পটবয়দের প্রয়োজন হয়। এই সমস্ত কলাকুশলীদের জন্যই মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন সালমান।
জানা যাচ্ছে ইতিমধ্যেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়ীজের তরফে ২৫০০০কলাকুশলীর নামের তালিকা পাঠানো হয়েছে অভিনেতাকে। তাদের প্রত্যেককেই ১৫০০ টাকা করে সাহায্য প্রতিমাসে ভাইজান। এরপর আরো খবর আসছে যে যশ রাজ ফিল্মস তাদের প্রবীণ অর্থাৎ বয়স্ক কলাকুশলীদের ৩৫০০০ টাকা অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। সাথে চার সদস্যের পরিবার পিছু ৫০০০ টাকা ও মাসিক রেশন দেবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর কিছুদিন আগে সালমান খানকে দেখা গিয়েছিল খবরের শিরোনামে উঠে আসতে। সেদিন শিবসেনার যুব শাখার সাথে একত্রিত হয়ে ৫০০০ করোনা যোদ্ধাদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করেছিলেন সালমান খান। যার মধ্যে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও বিএমসি কর্মীরা ছিলেন। এরপর জানা যায় সালমান খানের শুরু করা এই ভাইজানস কিচেন এভাবেই লকডাউন চলা পর্যন্ত খাবার ও পানীয় জল দিতে থাকবে।