• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশেষভাবে সক্ষম শিশুদের হাত ধরেই নাচে মাতলেন সালমান খান, ভাইজানের ভিডিও মন ছুঁয়ে গেল লক্ষাধিকের

Published on:

Salman Khan Dancing with Specially Abled children

বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan)। সালমানের একটি মানবিক দিক রয়েছে সেটা সকলেরই জানা। কখনো কোনো শোঃ অভিনেতা হাসপালের খরচ তো কখনো কোনো ক্যান্সার পেশেন্টের চিকিৎসার খরচ সম্পূর্ণ নিজের ওপর নিয়ে নিয়েছেন ভাইজান। এবার আবারো একবার মানবিক রূপে দেখা গেল সালমান খানকে। গতকাল ২১ শে মার্চ ছিল বিশ্ব ডাউন সিনড্রোম দিবস (World Down Syndrome Day)। এদিন বিশেষভাবে সক্ষম কিছু শিশুদের সাথে দেখা গেল সালমান খানকে।

salman khan

স্পেশাল এই দিনটিকে উমঙ্গ (Umang) নামের এক সংগঠনের বিশেষভাবে সক্ষম শিশুদের উদ্দেশ্যে তুলে রেখেছিলেন ভাইজান। এদিন কাজের ফাঁকে উমঙ্গের শিশুদের সাথে দেখা করতে যান সালমান খান। পছন্দের হিরোকে নিজেদের মাঝে পেয়ে দারুন খুশি শিশুরাও। সালমান খানের সাথে নাচার জন্য অনুরোধ জানাতেই খুদেদের হাত ধরে নাচে মেতে উঠেছেন সালমান খান।গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে শেয়ার করেছেন সালমান খান।

Salman Khan Dancing with Specially Abled children

ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে হুইল চেয়ারে বসে থাকা শিশুদের কাছে গিয়ে তাদের হাত ধরে যাচ্ছে ভাইজান। এরপর একে একে সকলের কাছেই এগিয়ে গিয়েছেন সালমান। আর গানের তালে কোমর দুলিয়ে দারুন এনজয় করেছেন এদিনের এই স্পেশাল মুহূর্তটাকে। সালমান খানের সাথে ভিডিওতে দেখা যাচ্ছিল বিনা কাক (Bina Kak) ও সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করলে ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ভিডিওতে লাইকের সংখ্যা সাড়ে ৩৩ লক্ষ ছুঁই ছুঁই।

প্রসঙ্গত, কিছুদিন আগে ভাইজানকে সাফারিতে যেতে দেখা গিয়েছিল। জয়পুরে ছবির শুটিংয়ের মাঝে সাফারিতে গিয়েছিলেন সালমান খান। বিনা কাক সেই ছবি শেয়ার করেছিলেন। এর আগে গতবছরের শেষের দিকে ফার্ম হাউসে বিনা কাকের সাথে দেখা গিয়েছিল সালমান খানকে। সেই ভিডিওতে অভিনেত্রী বিনার থেকে কাঠের উনুনে রান্না শিখতে দেখা গিয়েছিল সালমান খানকে। অবশ্য রান্নার মশলা চিনতে ব্যর্থ হয়েছিলেন সালমান। মজার চলে মশলাকে ভুসি বলেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥