বলিউডের অভিনেতা সালমান খান (Salman Khan), ভাইজান নাম পরিচিত তিনি। বলিউডে ‘দাবাং’, ‘এক থা টাইগার’ ইত্যাদি একেরপর এক হিট ছবি করেছেন তিনি। ভাইজান সালমান খানের সাথে বিতর্কও রয়েছে। বহুবার নানান কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে এই অভিনেতাকে। তবে বলিউডের ভাইজান সালমান খানের মন বেশ নরম, বহু ক্ষেত্রে তিনি নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
শোনা যায় সালমান খান নাকি বলিউডের অভিনেত্রী তাব্বুর (Tabbu)সামনেই একবার কান্নাকাটি শুরু করেছিলেন। যেমনটা জানা যায়, ‘ভারত’ ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী তাব্বুর সাথে অভিনয় করছিলেন সালমান খান। সেখানে সালমান খানকে একটি ছোট্ট আবেগের দৃশ্যে ডেকে গিয়েছিল। সেই দৃশ্যের শুটিং এর সময় সালমান খুব কেঁদেছিলেন তাব্বুর সামনে। আসলে কান্নাটা হয়তো অভিনয়ের জন্য ছিল। তবে, সিনেমাতে কাদের জন্য অভিনেতা অভিনেত্রীরা মূলত গ্লিসারিনের ব্যবহার করেন।
সালমান খান কিন্তু গ্লিসারিন ছাড়াই কেঁদে ফেলেছিলেন। গোটা দৃশ্যের সংলাপটি সালমান কাঁদতে কাঁদতেই বলেছিলেন। কোনো গ্লিসারিন ছাড়াই স্বাভাবিক ভাবেই কেঁদে ফেলেছিলেন সালমান খান। যা দেখে শুটিং সেটের অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। সাথে সালমান খানের অভিনয়ের প্রশংসাও করেছিলেন। এবিষয়ে সালমান বলেন। ‘ছবিতে এমন কিছু দৃশ্য থাকে যার সাথে আমরা বাস্তবের খুব মিল খুঁজে পাই। তখন আমরা সেই মুহূর্ত অনুভব করতে পারি’।যার ফলেই একেবারে সত্যি সত্যিই কেঁদে ফেলেছিলেন তিনি।