• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতায় আসছেন সুপারস্টার সলমন খান, ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের সুখবর দিলেন ভাইজান

বলিউড  (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) এমন একজন ব্যক্তিত্ব যার সারা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে। দেশের বাইরে গেলেও অভিনেতাকে নিয়ে বেশ ভালো রকমেরই ক্রেজ চোখে পড়ে। আর দেশের ভেতরে হলে তো কোনও কথাই নেই। শহর কলকাতাতেও (Kolkata) ভাইজানের অসংখ্য অনুরাগী রয়েছে। এবার তাঁদের জন্যই নতুন বছরে একটি বড় চমক নিয়ে আসছেন সলমন।

প্রায় দেড় দশকের এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের শহর কলকাতায় পা রাখছেন বলি সুপারস্টার। সোমবার ভাইজান নিজে একথা ঘোষণা করেছেন। তিলোত্তমায় ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড- কলকাতা’ নিয়ে আসছেন সলমন। অবশ্য শুধুমাত্র তিনি একাই নন, তাঁর সঙ্গে থাকবে আরও একগুচ্ছ বলিউড তারকা।

   

Salman Khan

সলমনের সঙ্গেই শহর কলকাতায় আসবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মারা। সব মিলিয়ে সলমন অ্যান্ড তাঁর ‘দাবাং’ টিমের সঙ্গে বছরের শুরুটা যে বেশ ভালো হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। কিন্তু এবার প্রশ্নটা হল কবে কলকাতায় আসছেন বলি সুপারস্টার?

সোমবার ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড- কলকাতা’র কথা ঘোষণার সঙ্গে অনুষ্ঠানের স্থান ও দিনক্ষণও ঘোষণা করেছেন সলমন। আগামী বছর ২০ জানুয়ারি ইকো পার্কে পারফর্ম করবে সলমন এবং তাঁর ‘দাবাং’ টিম। তবে তাঁরা শহরে চলে আসবেন একদিন আগেই। জানা গিয়েছে, ১৯ জানুয়ারি কলকাতায় আসবেন তিনি। সব ঠিক থাকলে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ভাইজান। এরপর সারা রাত রিহার্সাল করে পরের দিন অনুষ্ঠান করবেন।

Salman Khan Kolkata programme

সলমন এমন একজন ব্যক্তিত্ব যিনি দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে নিজের ছবির প্রচার করেন না। সেই কারণে কলকাতাতেও খুব বেশি আসা হয় না ভাইজানের। তবে গত কয়েক বছর শহরে আসার প্ল্যান হলেও শেষ মুহূর্তে নানান কারণে ভেস্তে গিয়েছে সেগুলি। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে শেষ কলকাতায় এসেছিলেন তিনি। একটি প্রীতি ফুটবল ম্যাচও খেলার কথা ছিল ভাইজানের। কিন্তু অনুরাগীরা ঘিরে ধরায় বাতিল হয়ে যায় সেই ম্যাচ।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

এবার অবশ্য জানা গিয়েছে, ‘দাবাং ট্যুর’এর আগেই শহরে এসে ভেন্যু, নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছে সলমনের ভাই সোহেল খান ও নিরাপত্তারক্ষী শেরা। পাশাপাশি বেশ কয়েক মাস আগে প্রাণনাশের হুমকি পাওয়ার কারণে তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি সলমনের সুরক্ষার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম।