• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেক কাটিয়ে নিজের বডিগার্ডের জন্মদিন পালন করলেও তার হাতে কেক খেলেন না সালমান খান!

Published on:

বলিউডে এযাবৎ কালের সর্বাধিক চর্চিত নাম হল সলমন খান (salman khan)। তার ভক্ত সংখ্যারও যেমন অন্ত নেই তেমনই ভাইজানের হেটার্স সংখ্যাও নেহাৎ কম নয়৷ দীর্ঘ কয়েকদশক ধরেই বলিউড কাঁপাচ্ছেন তিনি। তাই এহেন তারকার যে রাস্তাঘাটে একা চলার জো নেই তা বলাই বাহুল্য। তাই অসংখ্য দেহরক্ষী বা বডিগার্ড (Body guard) নিয়েই চলাফেরা করেন তিনি।

সম্প্রতি ভাইজানের বডিগার্ড জগ্গির জন্মদিন ছিল। তার জন্মদিন উদিযাপনে খোদ উপস্থিত ছিলেন সলমান খান। নেটপাড়ায় তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার দেহরক্ষী কেক কাটছেন আর সকলে তাকে ‘হ্যাপি বার্থডে’ গেয়ে উইশ করছেন। ভাইজানকেও গলা মেলাতে দেখা যায় তাদের সঙ্গে। কিন্তু কেক কাটার পর জগ্গি সলমনকে কেক খাওয়াতে গেলে প্রথমে হাঁ করলেও মুখ ফিরিয়ে নেন তিনি। তার এই কান্ড দেখে হেসে ফেলেন জগ্গি নিজেই।

সলমনকে নিরাপত্তা দেওয়ার জন্য দেহরক্ষীদের যে টিম রয়েছে, জগ্গি তাঁদেরই একজন। এই টিমকে নেতৃত্ব দেন সলমনের বহুদিনের সঙ্গী এবং দেহরক্ষী গুরমিত সিংহ জল্লি। যিনি বলিউডে এবং বলিউডের বাইরে সাধারণের কাছেও ‘শেরা’ নামে পরিচিত। ২০১১ সালে মুক্তি পেয়েছিল সলমনের ছবি ‘বডিগার্ড’। কোনো এক সাক্ষাৎকারে সলমন নিজেই জানিয়েছিলেন শেরার কাছ থেকেই তিনি এই ছবি করার অনুপ্রেরণা পান। বরাবরই তার দেহরক্ষীদের সঙ্গে খুল্লামখুল্লা মিশতে ভালোবাসেন ভাইজান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥