বলিউডের (Bollywood) ভাইজান সালমান খান (Salman Khan)। আর সালমান খানের ভাই হলেন আরবাজ খান (Arbaaz khan)। বলিউডের অন্যতম হিট কাপলদের মধ্যে একটি ছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা । কিন্তু বলিউডের এই কাপল একসাথে বেশিদিন থাকেনি। তাদের সম্পর্কে ছেদ পড়েছে কিছুদিন পরে। মালাইকা অরোরা বর্তমানে তার থেকে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে আরবাজ খানও আমার নতুন সম্পর্কে জড়িয়েছেন।
আরবাজ খান বর্তমানে ইতালিয়ান মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির (Giorgia Andriani) সাথে সম্পর্কে জড়িয়েছেন। বি টাউনে জল্পনা শোনা যাচ্ছে যে হয়তো শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন আরবাজ খান ও জর্জিয়া। অর্থাৎ সালমান খান অবিবাহিত থাকলেও তার ভাই আরবাজ খানের দ্বিতীয় বিবাহ হতে পারে খুব শীঘ্রই।
জল্পনার অবশ্য যথাযথ কারণ আছে! বর্তমানে বি-টাউনের পার্টি থেকে শুরু করে ফ্যামিলি পার্টিতে একসাথে দেখা যাচ্ছে আরবাজ খান ও জর্জিয়াকে।
এবছর দেওয়ালির সময় শিল্পা শেট্টির পার্টিতে আরবাজ খানেরসাথে দেখা গিয়েছিলো জর্জিয়াকে। সেখানে রেড হট লুকে লেহেঙ্গা চোলিতে উপস্থিত হয়েছিলেন জর্জিয়া।
ইতালিয়ান মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানি এতটাই সুন্দরী যে তার প্রেমে যে কেউই পড়তে পারেন। একেবারে নিখুঁত শরীরের গঠন যেন যৌবনের আগ্নেয়গিরি। আর সেই রূপ যৌবনের আগ্নেয়গিরিতেই ডুব দিয়েছেন আরবাজ খান।
জর্জিয়া সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয়। প্রায়শই নিজের হট ফিগারের উষ্ণ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যা দেখে ঘুম উড়তে বাধ্য।
সম্প্রতি জর্জিয়া বিকিনি পরে ফটোশুট করেছেন ও সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। ছবিতে বিকিনি পরে দেখা গিয়েছে জর্জিয়াকে।
প্রসঙ্গত, তিন বছরেরও বেশি সময় ধরে আরবাজ ও জর্জিয়া একসাথে রয়েছেন। আরবাজ খান নিজেই একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে তিনি বর্তমান সম্পর্কে বেশ সুখী রয়েছেন।