• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে ভাইজানের ‘বায়োপিক’, টুকে নয় নিজের গল্প বলেই বক্স অফিসে ১০০০ কোটি তুলবেন সলমন খান

Published on:

Salman Khan Biopic movie about to be made in bollywood

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় তারকা তিনি। বি টাউনের তিন ‘খান অভিনেতা’র মধ্যে অন্যতম একজন হলেন সলমন খান (Salman Khan)। এখন অবশ্য শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয়, ভাইজানের পরিচিতি একজন প্রযোজক, ব্যবসায়ী হিসেবেও। অবশ্য শুধুমাত্র কাজের দিক থেকেই নয়,  ভাইজান নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। সিনেমার মতোই তাঁর ব্যক্তিগত জীবনও প্রচণ্ড রঙিন।

একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে শুরু করে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তিক্ত ব্রেক আপ- সলমনের জীবনের কাহিনী হার মানাতে পারে যে কোনও সিনেমাকেও। এবার সেই অভিনেতার জীবনেরই নানান অজানা দিক ফুটে উঠবে বড় পর্দায়। কারণ এবার অভিনেতার জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি সিনেমা।

Bollywood superstar Salman Khan is coming to Kolkata in New Year 2023

সম্প্রতি একাধিক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সলমনের বায়োপিকের সম্বন্ধে জানা গিয়েছে। সেটি আবার তৈরি করছে বিদেশি প্রযোজনা সংস্থা। নিশ্চয়ই ভাইছেন পর্দায় সলমনের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে? তাহলে জানিয়ে রাখি, সলমন নিজেই নিজের বায়োপিকে অভিনয় করবেন।

হ্যাঁ, ঠিকই দেখছেন। সলমনের জীবনের ওপর ভিত্তি করে আসলে তথ্যচিত্র বা ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে। তাই আলাদা করে কাউকে তাঁর চরিত্রে অভিনয় করতে হবে না। তবে আসল চমক রয়েছে অন্য একটি জায়গায়। কারণ জানা গিয়েছে, ছবিতে একটি বিশেষ ভূমিকায় থাকবেন অভিনেতার ‘ঘনিষ্ঠ’ এক মডেল। যার সঙ্গে তিনি প্রেম করছেন বলে গুঞ্জন বহুবার শোনা গিয়েছে।

Salman Khan

সলমনের সঙ্গে একাধিকবার একাধিক অভিনেত্রীর নাম জড়ালেও এই মডেল-অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে। দু’জনের কেউই এই বিষয়ে মুখ না খুললেও তাঁদের ঘনিষ্ঠতা নজর কাড়ার মতো। জানিয়ে রাখি, এখানে কথা হচ্ছে অভিনেতার চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরের (Iulia Vantur)।

Salman Khan Iulia Vantur

শোনা গিয়েছে, বিদেশি প্রযোজনা সংস্থার তরফ থেকে ইউলিয়াকে সলমনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হতে চলা তথ্যচিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অনুরোধ করা হয়েছিল এবং তিনি সেটিতে রাজি হয়ে গিয়েছেন। তথ্যচিত্রের কিছুটা অংশে ইউলিয়ার চোখ দিয়ে ভাইজানকে দেখানো হবে বলে জানা গিয়েছে। এবার দেখা যাক, এই তথ্যচিত্রে সলমনের জীবনের কোন কোন অজানা দিক ফুটিয়ে তোলা হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥