• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাইজান সালমানকে পাশে দেখেই পুরো পাল্টি! বলিউড সাউথ বিতর্কে অন্য সুর সুদীপের গলায়

এই মুহূর্তে বলিউড বনাম দক্ষিণী সিনেমার বিতর্ক (Bollywood vs South debate) দর্শকদের আলোচনার একেবারে হট টপিক। কেউ বলিউডের হয়ে কথা বলছেন, আবার কেউ সাউথের হয়ে ব্যাট ধরছেন। একাধিক তারকাও এই বিষয়ে নিজের মতামত দিয়েছেন। সম্প্রতি যেমন বলিপাড়ার সলমন খান (Salman Khan) এবং সাউথের কিচ্চা সুদীপ (Kiccha Sudeep) এই নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন।

সম্প্রতি মুম্বইয়ে সুদীপ নিজের আসন্ন ছবি ‘বিক্রান্ত রোনা’র প্রচারের জন্য একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সলমনও। কারণ তিনি তাঁর ‘দাবাং’ কো-স্টারের এই ছবির হিন্দি বেল্টে প্রচার করছেন। সেখানেই বলিউড বনাম সাউথ বিতর্কে নিজেদের বক্তব্য রাখেন দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার।

   

Salman Khan and Kiccha Sudeep

সুদীপ এই বিষয়ে বলেন, ‘আমি খুব বেশি বলতে চাই না। সবকিছু জেনেরালাইজ করব না। এমন অনেক ছবি আছে যা সাউথে তৈরি হয়েছে এবং ভালো ব্যবসা করেনি। তাই সাউথের আধিপত্য বলা যাবে না। সবকিছুর ভালো সময় আসে। যদি হিন্দি সিনেমা ভালো না করত, যদি এখানে ভালো লোক না থাকত, তাহলে এত বছর ধরে  কী করে নিজের জায়গা ধরে রাখত?’

এরপর বলিউডের হয়ে নিজের বক্তব্য রাখেন সলমন। ‘ভাইজান’ বলেন, ‘আমরা প্রত্যেকে সেরা ছবি বানাতে চাই। আমরা প্রত্যেকের কাছে সেটা পৌঁছে দিতেও চাই। কখনও কখনও এটা কাজ করে, কখনও কখনও করে না। কোনও নির্দিষ্ট ফর্মুলা নেই’।

Salman Khan speaking

দক্ষিণী সুপারস্টার সুদীপ এরপর বলিউড এবং সাউথের একসঙ্গে কাজের বেশ কয়েকটি উদাহরণ দেন। অভিনেতা বলেন, ‘আমরা হিন্দি ছবির সঙ্গে কাজ করি। স্যার (সলমন) এখন আমাদের ছবিকে সমর্থন করছেন। জ্যাকলিন নাহলে আমাদের ছবিতে (বিক্রান্ত রোনা) কেন কাজ করত? আমরা সাউথের মধ্যেই তো কাজ করতে পারতাম, তাই না? স্যার যেমন এখন হায়দ্রাবাদে কাজ করছে। সেখানে শ্যুটিং করে আবার ফেরত আসছেন। কেন উনি তা করছেন? আমরা ভাবনা শেয়ার করি, একসঙ্গে কাজ করি। খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আমাদের মধ্যে। আপনারা হয়তো সেটা দেখতে পান না’।

Kiccha Sudeep

সলমনও এরপর বলেন তিনি সাউথের অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন সাউথের অভিনেতা, কিংবা অভিনেত্রীই শুধু নয়, তিনি সেখানকার পরিচালক, ডিওপি’র সঙ্গেও কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা বেশ ভালো।

‘ভাইজান’ বলেন, ‘আমি সাউথের অনেক প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করেছি। আমি ওঁর (সুদীপ), প্রকাশ রাজ, প্রভু দেবা, সাউথের অনেক পরিচালক, ডিওপি’র সঙ্গে কাজ করেছি। এখন ভেঙ্কির (ভেঙ্কটেশ) সঙ্গে কাজ করছি’।