• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা হলে উপচে পড়বে ভিড়, ৩ দশক পর পর্দায় ফিরছে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির আমির-সলমন জুটি!

Published on:

Bollywood superstar Salman Khan will reportedly be seen in a movie produced by Aamir Khan

সলমন খান (Salman Khan) এবং আমির খান (Aamir Khan) অভিনীত ‘আন্দাজ আপনা আপনা’ (Andaz Apna Apna) ছবিটি এখনও পর্যন্ত বলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক ছবি হিসেবে বিবেচিত হয়। ছবিটি রিলিজ করেছে প্রায় তিন দশক হতে চলল, কিন্তু এখনও দর্শকদের মধ্যে ছবিটির জনপ্রিয়তা দেখার মতো। আর হবে নাই বা কেন! দুই সুপারস্টারকে একসঙ্গে এক সিনেমায় দেখার সুযোগ তো আর সবসময় পাওয়া যায় না।

১৯৯৪ সালে রিলিজ করেছিল ‘আন্দাজ আপনা আপনা’। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমা সেই বছরের অন্যতম জনপ্রিয় এবং সেরা ছবি ছিল। আমির-সলমনের অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। মাঝে প্রায় ৩০ পেরিয়ে গেলেও, ‘আন্দাজ আপনা আপনা’ জনপ্রিয়তা দর্শকমহলে একেবারে অটুট রয়েছে। তবে এবার জানা যাচ্ছে, দীর্ঘ তিন দশকের অপেক্ষা শেষে ফের একবার জুটি বাঁধতে চলেছেন দুই বলিউড (Bollywood) সুপারস্টার আমির এবং সলমন।

Aamir Khan and Salman Khan

হ্যাঁ, ঠিকই শুনছেন। ফের একবার রুপোলি পর্দায় ফিরতে চলেছেন ‘আন্দাজ আপনা আপনা’র অমর এবং প্রেম। সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে তাঁর সঙ্গে কাজ করে দর্শকদের মুগ্ধ করেছিলেন সলমন। এবার আমিরের সঙ্গে কাজ করবেন ভাইজান। স্বাভাবিকভাবেই এত বছর পর ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারকে এক ছবিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

বি টাউনের নব্বইয়ের দশকের সুপারস্টার অভিনেতাদের মধ্যে অনেকেই এখন নামী প্রযোজকও। শাহরুখ, সলমন, আমিরের নামও সেই তালিকায় রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পরবর্তী ছবিতে প্রযোজকের আসনেই দেখা যাবে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। গত ৬ মাস ধরে একের পর এক চিত্রনাট্য পড়েছেন, পরিচালকের সঙ্গে কথা বলেছেন।

Aamir Khan and Salman Khan

শোনা যাচ্ছে, আগামী ছবির জন্য নামী পরিচালক আর এস প্রসনার সঙ্গে একটি চিত্রনাট্য প্রায় ঠিক করে ফেলেছেন আমির। আর সেই ছবিরই মুখ্য চরিত্রে তাঁর পছন্দ ভাইজানকে। অভিনেতার মতে, ‘লার্জার দ্যান লাইফ’ এই চরিত্রটিতে সলমনকেই মানাবে। শুধু এটুকুই নয়, ভাইজানও নাকি আমিরের এই ছবিতে কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছেন।

আমিরের আগামী ছবি তাঁর মনের খুব কাছের বলে জানা গিয়েছে। সেই কারণে প্রযোজনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন দিকেও থাকবে তাঁর কড়া নজর। অভিনয় না করলেও ছবিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন তিনি। শোনা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যেই আমিরকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন ভাইজান। যদি সব ঠিক থাকে, তাহলে শীঘ্রই ফের একসঙ্গে জুটি বাঁধবেন আমির এবং সলমন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥