• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবির নাম পাল্টে ঝেঁপে দিলেন শাহরুখের Pathaan লুক, রইল সলমনের ‘কভি ঈদ কভি দিওয়ালি’র নতুন ভিডিও

‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সলমন খান (Salman Khan)। যদিও নায়কের চরিত্রে অভিনয় করেননি ভাইজান। মুখ্য চরিত্রে প্রথম সুযোগ পেয়েছিলেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে। এরপর থেকেই দর্শকমনে সলমনের রাজত্ব শুরু হয়ে যায়। ৩৪ বছর পরেও বলিউড (Bollywood) সুপারস্টারের প্রতি দর্শকদের ভালোবাসা একই রকম রয়ে গিয়েছে।

১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির পর বলিউডের ইতিহাসের বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সলমন। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ৩৪ বছর। সেই উপলক্ষ্যে এই বিশেষ দিনেই ভাইজান প্রকাশ্যে আনলেন নিজের আগামী ছবির (Upcoming movie) লুক।

   

Salman Khan

ফারহাদ সামজি পরিচালিত যে ছবির নাম শোনা যাচ্ছিল ‘কভি ঈদ কভি দিওয়ালি’ হতে চলেছে, সেই ছবিরই নতুন নাম এবং সেই ছবিতে নিজের লুক প্রকাশ করেছেন সলমন। অভিনেতার আগামী ছবির নাম ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নয়, বরং হতে চলেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai, Kisi Ki Jaan)।

বলিউডে সলমনের ৩৪ বছর কাটিয়ে ফেলা উপলক্ষ্যে সকাল থেকেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছিলেন। তাঁদেরও পাল্টা একটি উপহার দেন ভাইজান। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে নিজের লুক প্রকাশ করে অভিনেতা লেখেন, ’৩৪ বছর আগেও ছিল এখন এবং ৩৪ বছর পরেও এখনই রয়েছে। এখন এবং এখানে- এই দুই শব্দ দিয়েই আমার জীবনের সফর তৈরি হয়েছে। তখন এবং এখন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সত্যিই আমি এই জিনিসটির খুব সম্মান করি’।

সলমনের শেয়ার করা ভিডিওয় আর লুক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। লম্বা চুল, চোখে স্টাইলিশ রোদচশমায় বেশ নজরকাড়া দেখাচ্ছে অভিনেতাকে। বলি সুপারস্টারের পোস্টে কমেন্ট করে ভাইজানকে সেকথা জানিয়েছেনও তাঁরা। তবে ভাইজানের আগামী ছবির লুক দেখে সেটার সঙ্গে অনেকে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির লুকের সাদৃশ্যও খুঁজে পেয়েছেন। উঠেছে নকল করার অভিযোগও।

Shah Rukh Khan Pathaan look

ফারহাদ শামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুন্দরী পূজা হেগড়েকে। এছাড়াও শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল এবং জাসসি গিলকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আগামী বছর ঈদের দিনে ছবিটি মুক্তি পাবে বলে শোনা গিয়েছে।