বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানকে (Salman Khan) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা চলতেই থাকে। কখনও নিজের কাজের জন্য, কখনও আবার নিজের ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে উঠে আসেন তিনি। সলমন এমন একজন অভিনেতা যার ব্যক্তিগত জীবন অত্যন্ত বর্ণিল। একাধিক নায়িকার সঙ্গে প্রেম করা থেকে শুরু করে অগুনতি বিতর্কে জড়ানো- কোনও সিনেমার চেয়ে কম নয় ভাইজানের জীবন।
সলমন অবশ্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে ভালোবাসেন না। নিজের ব্যক্তিগত জীবনকে চিরকাল পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। হাতেগোনা কয়েকবারই নিজের পার্সোনাল লাইফ নিয়ে জনসমক্ষে কথা বলেছেন অভিনেতা। বেশ কয়েকবছর আগে যেমন করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ (Koffee With Karan) গিয়ে শ্যুটিং সেটে মাতলামির (Drunk) কাহিনী শেয়ার করেছিলেন তিনি।
প্রায় বছর আগে করণের (Karan Johar) চ্যাট শোয়ে অতিথি হিসেবে গিয়েছিলেন সলমন। সেই শোয়ের র্যাপিড ফায়ার রাউন্ডে করণ সলমনকে জিজ্ঞেস করেন, ‘আমি সিনেমার সেটে কখনও নেশা করে যাইনি- এই কথাটি সত্যি নাকি মিথ্যা?’ প্রশ্ন শোনামাত্রই সলমন বলে ওঠেন, ‘মিথ্যা’। এরপর করণ পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করতেই মাঝপথে তাঁকে থামিয়ে একটি ঘটনা শেয়ার করেন ভাইজান।
সলমন করণকে থামিয়ে বলেন, ‘না না না, মিথ্যা। আমাদের প্যাক আপ করে ফেলতে হয়েছিল কারণ আমি মদ খেয়েছিলাম’। অভিনেতার সংযোজন, ‘আমি ‘চল মেরে ভাই’ গানের শ্যুটিং করছিলাম। সেটা কিছুতেই ঠিক হচ্ছিল না। সেই জন্য আমি খালি পেটে মদ খাওয়া শুরু করি’।
তবে সলমন জানান, অল্প কিছুটা মদ খাওয়ার পরেই তিনি রীতিমতো ‘আউট’ হয়ে যান। ভাইজানের কথায়, ‘দু’বার খাওয়ার পরেই আমি আউট হয়ে যাই। এরপর আর ঠিকভাবে লিপ সিঙ্ক করতে পারছিলাম না’। প্রসঙ্গত উল্লেখ্য, শ্যুটিং মদ খেলেও সলমন কিন্তু সেটা ছবির খাতিরেই করেছিলেন। তিনি ভেবেছিলেন মদ খেয়ে শট দিলে তা হয়তো একেবারে পারফেক্ট আসবে। কিন্তু তাঁর সেই প্ল্যান একেবারেই ফ্লপ হয়ে গিয়েছিল।
সলমনের কাজের দিক থেকে বলা হলে, অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘পাঠান’ ছবিতে। মাত্র ১০ মিনিটের ক্যামিও রোলে ছিলেন ভাইজান। ভাইজানকে এরপর দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়। এই মুহূর্তে জোরকদমে এই সিনেমার প্রচার চলছে।