• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের থেকে ২৩ বছরের ছোট সারাকে জড়িয়ে ধরলেন সলমন, হাঁ করে দেখলেন কার্তিক

Published on:

বলিউডে নানাসময়েই নানা জল্পনার দরুণ খবরের পাতায় উঠে আসেন সলমন খান। বলিপাড়ার মোস্ট এলিজিবল ব্যাচেলরের নাম বারবার জড়িয়েছে নানা অভিনেত্রীর সাথে। সম্প্রতি সলমনকে দেখা গেল ২৩ বছরের ছোট সারা আলী খানের সাথে। সইফ আলী খানের মেয়েকে সলমনের সাথে আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখে কেন চেয়ে রইলেন কার্তিক আরিয়ান, আসুন জেনে নেওয়া যাক।

বলিগলির ঘনিষ্ঠ মহলের বক্তব্য, বেশ কিছুদিন ধরেই সারা আর কার্তিককে একসাথে দেখা যাচ্ছে। পাশাপাশি সারার মা অমৃতা সিং নাকি তাঁর মেয়েকে কার্তিকের থেকে দূরত্ব বজায় রাখতে বলেছেন। ফলে বান্ধবীকে এমন অবস্থায় দেখে কার্তিক যে অপ্রস্তুত হবেন, তা বলাই বাহুল্য।

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তাঁদের গড়ে ওঠা সম্পর্ককে ঘিরেই চলছে জল্পনা। তারই মাঝে সারাকে সলমনের জড়িয়ে ধরার দৃশ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও মারফত। বিগবস ১৩-তে ‘লাভ আজকাল’ ছবির প্রোমোশনের জন্য এসেছিলেন কার্তিক ও সারা, সেখানেই এই ঘটনাটি ঘটে।

বিগবস সেটের এক কর্মীর কথায়, সেটে এই ঘটনাটি যখন ঘটে সেইসময় কার্তিকের অভিব্যক্তি দেখার মত ছিল। যদিও জানা যায়, নিছক মজা করেই সারাকে জড়িয়ে ধরেছিলেন সলমন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥