বলিউডের দাবাং সালমান খান, কম বেশি সংবাদের শিরোনামে তাকে দেখায় যায়। বলিউড এই অভিনেতা ৩০ বছরের বেশি সময় ধরে রয়েছেন বলিউড জগতে। শোনা যায় বলিউডে বহু নায়িকাদের প্রবেশ সালমান খানই করিয়েছেন। কিন্তু দাবাং সলমন খানের সাথে বলিউডের বহু অভিনেত্রীর নাম জড়ালেও এখনো পর্যন্ত ব্যাচেলার আছেন তিনি।
তবে সালমানকে লোকে আরো একটা কারণে চেনে সেটা হল বিয়িং হিউমান। এই নাম অভিনেতার একটি দাতব্য সংস্থা রয়েছে, যার মাধ্যমে অগণিত লোকের সাহায্য করে চলেছেন সালমান খান। কিছুদিন আগেই বলিউডের অভিনেতা ফারাজ খান অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন, সেখানে তার মস্তিষ্কে সংক্ৰমণ ধরা পরে। কিন্তু চিকিৎসার জন্য টাকা না থাকায় চিকিৎসায় ব্যাঘাত ঘটলে সালমান ফারাজ খানের সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন। এর জন্য ফারাজ খানের পরিবার সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে, শুধু এটাই নয় রয়েছে আরো অনেক এরকম উদাহরন, এই যেমন সুনীল রোহিয়ার ক্ষেত্রে। সুনীল রোহিরা ( Sunil Rohira ) সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একে ওপরের বাড়িতে যাতায়াত ছিল দুজনেরই। কিন্তু সুনীল রোহিরা হটাৎ মারা গেলে তার পরিবার রীতিমত নিঃস্ব হয়ে যায়। তখন সালমান সুনীল রোহিরার মেয়ে শ্বেতার দায়িত্ত নেন। শ্বেতাকে সালমান নিজের বোনের মত আপন করে নেন, এমনকি ২০১৪ সালে নিজেই শ্বেতার বিয়েতে কন্যাদান করেন।
শ্বেতা বলিউড অভিনেতা পুলকিত সম্রাটকে বিয়ে করেন। যদিও সে বিয়ে দীর্ঘ স্থায়ী হয়নি, কিছু সময় পর দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয় ও শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছদ হয়। তবে, সালমান কিন্তু নিজের বন্ধুত্বের যথেচ্ছ মর্যাদা রেখেছেন। শুধু মাত্র বন্ধুর পরিবারের পাশে দাঁড়ানোই নয়। বন্ধুর মেয়ের কন্যা দান করেছেন নিজেই। এমনকি বিবাহ বিচ্ছেদ হলেও এখনো সালমান সুনীলের পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে চলেছেন।