কথায় আছে ছোটবেলার বন্ধুত্ব (friends) নাকি খাঁটি হয়। বড় হয়ে গেলেও ছোটবেলার বন্ধুদের ভোলা যায় না। বিশেষ করে স্কুলে পড়ার সময় আমাদের প্রত্যেকেরই অনেক বন্ধু ছিল। একইভাবে আমাদের মত বলিউডের (Bollywood) তারকারাও স্কুলে পড়েছেন আর তাদের বন্ধু ছিল। এমনকি অনেক এমন তারকা রয়েছেন যারা একই স্কুলে একসাথে পড়াশোনা করেছেন। আজ এমনি কিছু তারকাদের কথা তুলে ধরব।
আমির খান ও সালমান খান (Amir Khan Salman Khan)
বলিউডের দুই প্রথম সারির অভিনেতা আমির ও সালমান। মিস্টার পারফেকশনিস্ট নাম পরিচিত আমির খান আর ভাইজান হিসাবে পরিচিত সালমান খান। দুজনেই দ্বিতীয় শ্রেণীতে একসাথে সেন্ট অ্যানিস স্কুলে পড়াশোনা করেছিলেন।
সারা আলী খান ও অনন্যা পান্ডে (Sara Ali Khan Ananya Pandey)
বলিউডের তারকা সন্তানদের মধ্যে অন্যতম সারা ও অনন্যা। সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ও চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। এই দুই অভিনেত্রীই ছোটবেলার পড়াশোনা সেরেছেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। এই স্কুলেই বলিতারকাদের সন্তানরা পড়তে ভরতে হয়।
সোনাক্ষী সিনহা ও অর্জুন কাপুর (Sonakshi Sinha Arjun Kapoor)
বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী। ইতিমধ্যেই বলিউডের অভিনেত্রীদের ভিড়ে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। মুম্বাইয়ের বিদ্যা মন্দিরে সোনাক্ষী অর্জুন কাপুরের সাথে একসাথে পড়াশোনা সেরেছেন। এরপর অবশ্য একসাথে একই ছবিতেও অভিনয় করেছেন দুজনে।
করণ জোহর ও টুইঙ্কেল খান্না (Karan Johar Twinkle Khanna)
বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহার। অন্যদিকে বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় টুইঙ্কেল খান্না। অনেকেই হয়তো জানেন না দুজনে একই সাথে পঞ্চগনীর নিউ এরা স্কুলে একসাথে পড়াশোনা শেষ করেছেন।
টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর (Tiger Shroff Shraddha Kapoor)
জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ ও শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর। দুজনেই ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। দুজনেই একসাথে ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনোন স্কুল থেকে নিজেদের পড়াশোনা শেষ করেছেন। জানা যায় ছোট বেলায় শ্রদ্ধাই নাকি টাইগারের প্রথম ক্রাশ ছিলেন।
হৃত্বিক রোশন ও উদয় চোপড়া (Hrithik Roshan Uday Chopra)
বলিউডের ড্যাশিং হিরো হৃত্বিক রোশন ও উদয় চোপড়া দুজন ছোট বেলা থেকেই বন্ধু। কারণ ছোটবেলায় মাহি স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন একসাথে।
সঞ্জয় দত্ত ও সাইফ আলী খান (Sanjay Dutta Saif Ali Khan)
বলিউডের বিগত কয়েক দশকের বিখ্যাত অভিনেতাদের মধ্যে অন্যতম সঞ্জয় দত্ত ও সাইফ আলী খান। এই দুই অভিনেতাই হিমাচল প্রদেশের সানোয়ারের লরেন্স স্কুলে পড়াশোনা করেছেন। তবে বয়সের পার্থক্য হওয়ায় একই সাথে পড়াশোনা করেননি তারা।