বলিউডের (Bollywood) অভিনেত্রী সাক্ষী মালিক (Sakshi Malik)। সোনু কি টিটু কি সুইটি ছবিতে আইটেম গান বোম ডিগি ডিগিতে অভিনেত্রীর বোল্ড লুকে নাচ মনে ধরে যায় দর্শকদের। তারপর থেকেই বেশি জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও ‘প্যার কা পঞ্চনামা’ ও ‘লুকোচুপি’ ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। যার ফলে বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় সাক্ষী। অভিনেত্রীর জনপ্রিয়তা তার সোশ্যাল মিডিয়াতে অনুগামীর সংখ্যা দেখেও আন্দাজ করা যায়। সাক্ষীর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লক্ষ।
দীর্ঘ লকডাউনের পর বলিউডের একেরপর এক সুন্দরী নায়িকারা ছুটি উপভোগ করতে পারি দিয়েছেন মালদ্বীপের সমুদ্রতটে। বাকি অভিনেত্রীদের মত সাক্ষীও বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে গিয়ে একেরপর এক বোল্ড ছবিতে অনুগামীদের কাছে ধরা দিয়েছেন অভিনেত্রী। বারবার বিকিনি বেবি হিসাবে নিজের লাস্যময়ী ফিগার তুলে ধরেছেন অনুগামীদের সামনে। যার ফলে ঘুম উড়েছে অনেক পুরুষ অনুগামীর।
সম্প্রতি অভিনেত্রী নিজের আরেকটি বোল্ড ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে পর্যন্ত বিকেলে বিচের ধরে প্রকৃতিকে উপভোগ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছবিটিই সাক্ষীকে বিকিনি পরে দেখা গিয়েছে।পর্যন্ত বিকেলে সূর্যাস্তের লাল আকাশের মাঝে পিঙ্ক কালারের বিকিনিতে সাক্ষীর লাস্যময়ী ফিগার উষ্ণতা বাড়িয়েছে পুরুষ হৃদয়ে। ছবি শেয়ার করার কিছুক্ষনের মধ্যেই বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে পড়েছে ছবি। ইতিমধ্যেই ছবিতে লাইক ছাড়িয়েছে ২ লক্ষ ১০ হাজার।
View this post on Instagram