• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কালো বিকিনিতে উষ্ণতা ছড়ালেন ‘বম ডিগি গার্ল’ সাক্ষী মালিক, ছবিতে লাইকের বন্যা

Published on:

Sakshi Malik সাক্ষী মালিক

সাক্ষী মালিক সোশ্যাল মিডিয়া  নজর কাড়েন। “সোনু কি টিটু কি সুইটি” সিনেমাতে “বম ডিগি ডিগি” গানে নিজের নাচের দক্ষতায় মন্ত্রমুগদ্ধ করেছেন সকলকে। অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে বেশ সক্রিয়।সাথে স্বাস্থকর জীবনযাত্রা বজায় রাখেন ও প্রচারও করেন।

কার্তিক আরিয়ান ও সানি সিং অভিনীত অভিনেত্রীর গানের মাধ্যমে বহু মানুষের মনে নিজের  জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী দুবাই এ গিয়েছেন। সেখানে এক পুলে বেশ উপভোগ করছিলেন নিজের অবসর  সময় সন্তুল কাটাহারার সাথে। সেখানেই একটি কালো বিকিনিতে উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী। কালো বিকিনির সাথে অভিনেত্রীর কালো চুলে তাকে একেবারে অপরূপ সুন্দরী লাগছে।

https://www.instagram.com/p/CF1vt-1H9zt/

তবে শুধু  যে নিজের ছবি দিয়েছেন তা নয়, নিজের সাথে সাঁতুল কাটাহারার ছবিও দিয়েছেন বেশ কয়েকটি। পোস্টে লিখেছেন “একটি পারফেক্ট পুল ডে “।ছবিটি  পোস্ট করা মাত্রই  ফ্যানেদের ভিড় ঝড় তোলে লাইকের। মুহূর্তে ভাইরাল হয় সাক্ষী মালিকের বিকিনি পড়া ব্ল্যাক বিউটি ছবিটি।

মাত্র কয়েক ঘন্টাতেই পোস্টটিতে তিন  লক্ষ্যেরও বেশি লাইক পড়েছে।এক কোথায় মুহূর্তে ভাইরাল সেই পোস্ট।অনেকে আবার পোস্টে কমেন্ট করেছেন “হিংসা হয় সন্তুল কাটাহারার জন্য”।আবার কেউ কেউ লিখেছেন “মেড ফর এলাচ আদার”।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥