বলিউডের (Bollywood) অভিনেত্রী সাক্ষী মালিক (Sakshi Malik)। সোনু কি টিটু কি সুইটি ছবিতে আইটেম গান বোম ডিগি ডিগিতে অভিনেত্রীর বোল্ড লুকে নাচ মনে ধরে যায় দর্শকদের। তারপর থেকেই বেশি জনপ্রিয় অভিনেত্রী।
এছাড়াও ‘প্যার কা পঞ্চনামা’ ও ‘লুকোচুপি’ ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী। যার ফলে বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় সাক্ষী। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘যায় মাম্মি দি’ ছবিতে।
অভিনেত্রীর জনপ্রিয়তা তার সোশ্যাল মিডিয়াতে অনুগামীর সংখ্যা দেখেও আন্দাজ করা যায়। সাক্ষীর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৫8 লক্ষ।
সাক্ষী মালিকের বয়স ২৭ বছর হলেও তাকে দেখে তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। যত দিন যাচ্ছে ততই আরও হট হয়ে উঠছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী তার একাধিক বোল্ড ছবি শেয়ার করেছেন। কখনো পিঙ্ক বিকিনিতে তো কখনো শর্ট ওয়েস্টার্ন পোশাকে।
অভিনেত্রীর ছবি শেয়ার হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। সাক্ষীর ছবি দেখার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা।
কিছুদিন আগে লকডাউনের পর ছুটি কাটাতে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন সাক্ষী। সেখানে সাক্ষীর বিকিনি লুক ঝড় তুলেছিল পুরুষ মনে।
সমুদ্রের নীল জলরাশির সাথে বোম্ব ফিগারে সাক্ষিত ছবি যে কারোর ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।
ছবিগুলি শেয়ার হবার পর থেকেই সুপার ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। প্রায় প্রতিটি ছবিতেই লক্ষাধিক লাইক রয়েছে।