ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় সেলিব্রেটি কাপলদের কথা আসলে আমাদের মনে প্রথমেই আসে দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এবং তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakhi Dhoni) -র নাম। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেশের এই পাওয়ার কাপল। সেই থেকে দেখতে দেখতে দীর্ঘ ১২ বছর বয়স হতে চলল তাঁদের দাম্পত্য জীবনের।
প্রসঙ্গত বিয়ের ৫ বছরের মাথায় মাহি এবং সাক্ষীর কোল আলো করে আসে তাদের একমাত্র ফুটফুটে কন্যা সন্তান জিভা। এখন এই একরত্তি মেয়েকে ঘিরেই ধোনি আর সাক্ষীর গোটা দুনিয়া। প্রসঙ্গত ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এম এস ধোনি (MS Dhoni)। এখন শুধুমাত্র আইপিএলের মাঠেই দেখা যাবে ক্যাপ্টেন কুলকে।
আসন্ন আইপিএলের (IPL) ম্যাচে এবারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে দেখা যাবে এম এস ডি কে।প্রসঙ্গত বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আলোতে আনতে পছন্দ করেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। নেট মাধ্যমেও খুবই কম অ্যাক্টিভ ধোনি। তাই ধোনির অন্দরমহলের খবর টের পায় না কাকপক্ষীতেও। তাই ধোনির ড্রয়িং রুমের খবর যেটুকু পাওয়া যায়, তার স্ত্রী সাক্ষীর দৌলতেই।
প্রসঙ্গত ইতিপূর্বে বহুবার ধোনির সাথেই আন্তর্জাতিক সফরে গিয়ে নজরে এসেছেন সাক্ষী। এছাড়া বরাবরই ধোনির হয়ে আইপিএলের ম্যাচে গলা ফাটাতে হাজির থাকেন সাক্ষী। তাই আসন্ন আইপিএলের ম্যাচেও যে নিজের নিজের স্বামী এবং সিএসকে(Chennai Super Kings)-কে উৎসাহ দিতে দেখা যাবে সাক্ষী কে সেকথা বলার অপেক্ষা থাকে না। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের ইউটিউব ভিডিওতে দলের ক্রিকেটারদের স্ত্রীদের সাক্ষাৎকারের একটি ভিডিয়ো পোস্ট করেছে।
সেখানেই সাক্ষী জানিয়েছেন একজন ক্রিকেটারের স্ত্রী হওয়ার বিড়ম্বনার কথা। এপ্রসঙ্গে সাক্ষী বলেছেন, ‘‘বাড়ির বাইরে ব্যক্তিগত পরিসর বলেই কিছুই থাকে না। আপনি জানবেনও না কতগুলি ক্যামেরা রয়েছে আপনার চার দিকে। সবাই স্বচ্ছন্দ নাও হতে পারে। তা ছাড়া ক্রিকেটারের স্ত্রী হলে মানুষ সব সময় আপনার সবকিছু বিচার করতে চাইবে।’’ তবে সেইসাথে একজন ক্রিকেটারের স্ত্রী হিসাবে গর্বিত সাক্ষী বলেছেন ‘‘আমরা খুবই গর্বিত যে ওরা এমন একটা জায়গায় পৌঁছেছে, যে লক্ষ লক্ষ মানুষ ওদের পছন্দ করেন। ওরা এমন একটা খেলার সঙ্গে জড়িত যেটা অসংখ্য মানুষ ভালবাসেন। বিশেষ করে ভারতে তো বটেই।’’