• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কয়েকশো নারীর সাথে ছিল সম্পর্ক! সঞ্জয় দত্তের প্রথম প্রেমিকা আজ আম্বানির বৌ

Published on:

Sajnay Dutt first Lover Tina Munim now wife of ambani,Sanjay Dutt,Tina Munim,Anil Ambani,Anil Ambani wife,Sanjay Dutt First Love,Bollywood Gossip,Sanjay Dutt Affairs,সঞ্জয় দত্ত,টিনা মুনিম,অনিল আম্বানি,বলিউড গসিপ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সময়ে সময়ে নানা কারণে বহুবার শিরোনামে উঠে এসেছি সঞ্জয় দত্তের নাম। একসময় নেশার ঘোরে উন্মাদ হয়ে গিয়েছিলেন অভিনেতা। জড়িয়েছিলেন ড্রাগসের চক্করেও। এমনকি দীর্ঘদিন ধরে জেলেও ছিলেন অভিনেতা। শুধু তাই নয় একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক ছিল সঞ্জয়ের। একথা সঞ্জয় দত্ত নিজেই স্বীকার করেছেন।

অভিনেতার জীবনের কাহিনী নিয়ে ইতিমধ্যেই বায়োপিক তৈরী হয়ে গিয়েছে। ‘Sanju’ নামের ছবিতে অভিনেতার প্রেম থেকে শুরু করে নেশার জগতে প্রবেশ সেখান থেকে বেরিয়ে আসা ও জেলে যাবার কাহিনী তুলে ধরা হয়েছে। ছবিতেও সঞ্জয় প্রায় ১০০ এরও বেশি মহিলার সাথে শারীরিক সম্পর্কের কথা বলেছেন। শুধু তাই নয় তিনবার বিয়ে করেছেন সঞ্জয় দত্ত।

Sanjay Dutt Jailed

সঞ্জয় দত্তের প্রেমিকার লিস্ট লম্বা হলেও কিছু বিশেষ প্রেমিকা রয়েছে। তারই মধ্যে একজন হলেন টিনা মুনিম (Tina Munim)। সঞ্জয়ের  প্রথম সিনেমা ‘রকি’ এর নায়িকা টিনা। টিনার প্রেমে একপ্রকার পাগল হয়ে গিয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে পরিবার থেকে তাদের  সম্পর্ক মেনে নেয়নি। তাই প্রেমের সম্পর্ক বেশিদূর এগোয়নি। পরবর্তী কালে টিনা বিয়ে করেন আম্বানি পরিবারের অনিল অম্বানিকে (Anil Ambani)। আর বর্তমানে টিনা অনিল আম্বানির স্ত্রী।

Sajnay Dutt first Lover Tina Munim now wife of ambani,Sanjay Dutt,Tina Munim,Anil Ambani,Anil Ambani wife,Sanjay Dutt First Love,Bollywood Gossip,Sanjay Dutt Affairs,সঞ্জয় দত্ত,টিনা মুনিম,অনিল আম্বানি,বলিউড গসিপ

টিনা ছিলেন সেই সময়ের টপ অভিনেত্রীদের মধ্যে একজন। তাছাড়া খোলা মেলা পোশাকে অভিনয় করতেই বেশ পছন্দ করতেন টিনা। যেটা সঞ্জয়ের খুব একটা পছন্দ ছিল না। হয়তো সেই কারণেই পরিবারের পক্ষ থেকেও সঞ্জয়-টিনার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। তবে টিনার বিয়ের আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সঞ্জয় দত্ত।

Sajnay Dutt first Lover Tina Munim now wife of ambani,Sanjay Dutt,Tina Munim,Anil Ambani,Anil Ambani wife,Sanjay Dutt First Love,Bollywood Gossip,Sanjay Dutt Affairs,সঞ্জয় দত্ত,টিনা মুনিম,অনিল আম্বানি,বলিউড গসিপ

প্রথম বার বিয়ে করেছিলেন রিচা শর্মাকে ১৯৮৭ সালে, কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এরপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইয়ের সাথে বিয়ের  পিঁড়িতে বসেন সঞ্জয় দত্ত, তবে সেই সম্পর্কও ২০০৮ এ ভেঙে গিয়েছিল। এরপর অভিনেতার জীবনে আসে মান্যতা, ২০০৮এই তাঁরা সাত পাকে বাধা পড়েন। বর্তমানে মান্যতার সাথেই দাম্পত্য জীবন উপভোগ করছেন সঞ্জয় দত্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥