• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছুটি কাটাতে গিয়ে মালদ্বীপের বিচে খুল্লাম খুল্লা রোমান্সে মাতলেন ‘সাঁঝ বাতি’ সিরিয়ালের চারু

Published on:

দেবচন্দ্রিমা রায় Debchandrima Roy Sajher Bati Serial

বাঙালিদের বিনোদন বলতে গেলে সিরিয়ালের নাম আসবেই আসবে। প্রতিদিন সূয্যিমামা ডোবার পর সন্ধ্যা হলেই নানান চ্যানেলে নানান সিরিয়ালের শুরু। আর নিজের পছন্দের সিরিয়ালের জন্য অপেক্ষারত থাকেন বাঙালিরা। এক এক বাড়ির লোকেদের পছন্দ এক এক রকম। তবে বিভিন্ন চ্যানেলে সিরিয়ালের কোনো অভাব নেই। নানান স্বাদের গল্প দেখতে পাওয়া যায় সিরিয়ালের পর্দায়। আর বাঙালির প্রিয় বাংলা সিরিয়ালের মধ্যে একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘সাঁঝের বাতি (Sanjher Baati)’।

‘সাঁঝের বাতি’ সিরিয়ালে মূল চরিত্র চারু।  চারুকে কেন্দ্র করেই সিরিয়ালের গল্প। চারুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা রায় (Debchandrima Roy)। সিরিয়ালে চারুর অভিনয় দর্শকদের বেশ মনে ধরেছে। যেকারণে অভিনেত্রী দেবচন্দ্রিমা বর্তমানে বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী, ইতিমধ্যেই পৌনে তিন লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে। আর মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী সেখানে।

দেবচন্দ্রিমা রায় Debchandrima Roy Sajher Bati Serial

সিরিয়ালে শান্তশিষ্ট চারুর চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কিন্তু অভিনেত্রী বেশ প্রাণবন্ত। সাঁঝের বাতি সিরিয়ালের আগে ‘কাজললতা’ সিরিয়ালে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা। আর সেই সিরিয়ালের মঞ্চেই শুরু হয় প্রেমের। বর্তমানে অভিনেতা সায়ান্ত মোদকের (Sayanta Modak) সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। গত বছর ফেব্রুয়ারি মাসে নিজেদের প্রেমের কথা সকলের সামনে নিয়ে আসেন অভিনেত্রী।

সম্প্রতি দেবচন্দ্রিমার জন্মদিন উপলক্ষে কাজের ফাঁকে ছুটি নিয়ে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন প্রেমিকযুগল। এবছর করোনার পর থেকে বলিউড থেকে হলিউড সকলেরই কাজের ফাঁকে অক্সিজেন নেবার ঠিকানা হয়ে উঠেছে মালদ্বীপ। মালদ্বীপে ঘুরতে যাওয়া সেলেব্রিটিদের তালিকায় এবার নাম জুড়ল অভিনেত্রী দেবচন্দ্রিমারও। মালদ্বীপে গিয়ে রোমান্টিক হয়ে উঠেছেন দেবচন্দ্রিমা ও জায়ান্ট।

দেবচন্দ্রিমা রায় Debchandrima Roy Sajher Bati Serial

এবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে মালদ্বীপের সমুদ্রতটে খুল্লাম খুল্লা রোমান্সে মশগুল হতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ভিডিওটিতে কখনো হাত ধরে একসাথে হাত তো কখনো একেঅপরের কাছাকাছি এসে রোমান্সে মেতে উঠতে দেখা যাচ্ছে দেবচন্দ্রিমা ও সায়ান্তকে। ভিডিওর শেষে সায়ান্ত দেবচন্দ্রিমার কপালে একটি চুমুও খেয়েছেন। এই ভিডিওটি শেয়ার হবার পর থেকে বেশ ভাইরাল হয়ে পড়েছে ইতিমধ্যেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥