গতবছর থেকেই করোনার থাবায় লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা পৃথিবীটাই। তবে আশার কথা এই যে এই বছরেও বেশ কিছু তারকাদের কোল আলো করে এসেছে সন্তান। গত বছরের জুন মাসে মা হন অভিনেত্রী সৈরিতি ব্যানার্জি। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এক বছর কাটতে না কাটতেই ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী।
মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করে ছিলেন সৈরিতি। তারপর সেখান থেকেই তার ছোট পর্দায় আসা। ক্যামেরার সামনে স্বচ্ছন্দ সৈরিতি অল্প দিনেই নিজের অভিনয়ের দক্ষতায় টেলি দুনিয়ায় বেশ নাম করে ফেলেন। নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’ ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিকে সৈরিতি এবং নীলের কেমিস্ট্রি এতটাই মনে ধরেছিল দর্শকদের, যে সকলে ভাবতে বসেছিল বাস্তব জীবনেও বুঝি তারা প্রেমিক প্রেমিকা। কিন্তু গল্পটা ছিল অন্যরকম। আসলে নীল তখন মজেছিল তৃণাতে আর সৈরিতি বিয়ে করেন রোহিতকে। বিয়ের পর জমিয়ে সংসার, তারপর মা হয়ে ওঠা এই নির্দিষ্ট সময়ে অভিনয় থেকে দূরেই ছিলেন সৈরিতি।
ফের লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ‘দেশের মাটি’ ধারাবাহিকের মাধ্যমেই পর্দায় ফিরছেন সৈরিতি। তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের কাস্টিং-এ সাজানো এই সিরিয়ালের TRP বেশ উর্ধ্বমুখী। রাহুলের সঙ্গে পর্দা ভাগ করবেন সৈরিতি, আসছে গল্পে নতুন মোড়ও। স্বভাবতই তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শককূল।
View this post on Instagram