• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই প্রথম তুমি পাশে নেই, ‘ফাদার্স ডে’তে বাবাকে স্মরণ করে খোলা চিঠি অভিষেক কন্যা সাইনার

Updated on:

Saina Chatterjee letter to Abhishek Chatterjee

১৯ জুন, সারা বিশ্ব জুড়ে এই দিনটি পিতৃ দিবস তথা ‘ফাদার্স ডে’ (Father’s Day) হিসেবে উদযাপিত হয়। একজনের জীবনে বাবার যে ঠিক কতখানি অবদান থাকে, তা মনে করেই এই দিনটি পালিত হয়। তবে এই প্রথম পিতৃ দিবসে বাবা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)পাশে নেই সাইনা চট্টোপাধ্যায়ের (Saina Chatterjee)। কে এই সাইনা?

সাইনা জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা। চলতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অভিষেক। বাবাকে হারানোর যন্ত্রণা তারপর থেকে প্রতি মুহূর্তেই অনুভব করেছে ছোট সাইনা। তবে ‘ফাদার্স ডে’র এই বিশেষ দিনে চারিদিকে সবাই যখন নিজের বাবাকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন, তখন যেন বাবার পাশে না থাকার যন্ত্রণা আরও অনেকটা বেড়ে গিয়েছে। সেই কারণে আজকের দিনে বাবাকে উদ্দেশ্য করে একটি নামী সংবাদমাধ্যমে খোলা চিঠি লিখেছে অভিষেক-তনয়া সাইনা।

Saina Chatterjee letter to Abhishek Chatterjee,Saina Chatterjee,Abhishek Chatterjee,Father's Day,Father's Day 2022,Tollywood,Entertainment,সাইনা চট্টোপাধ্যায়ের খোলা চিঠি,অভিষেক চট্টোপাধ্যায়কে লেখা সাইনা চট্টোপাধ্যায়ের খোলা চিঠি,সাইনা চট্টোপাধ্যায়,অভিষেক চট্টোপাধ্যায়,টলিউড,বিনোদন,ফাদার্স ডে,ফাদার্স ডে ২০২২

অভিষেক-কন্যার চিঠির প্রতিটি ছত্রে তাঁর কষ্ট অনুভব করা গিয়েছে। কোথাও সে লিখেছে, বাবা এই দিনে থাকলে একসঙ্গে তাঁরা খেতে যেত, নিজের হাতে তাঁকে উপহার বানিয়ে দিত। আবার কোথাও সে লিখেছে, বাবা পাশে থাকলে এখনও সে তাঁর মাথায় হেয়ারব্যান্ড পরিয়ে তাঁর সঙ্গে খেলায় মেতে উঠত। বাবার না থাকাটা যেন এখনও মেনে নিতে পারেনি ছোট্ট ডল।

Saina Chatterjee letter to Abhishek Chatterjee,Saina Chatterjee,Abhishek Chatterjee,Father's Day,Father's Day 2022,Tollywood,Entertainment,সাইনা চট্টোপাধ্যায়ের খোলা চিঠি,অভিষেক চট্টোপাধ্যায়কে লেখা সাইনা চট্টোপাধ্যায়ের খোলা চিঠি,সাইনা চট্টোপাধ্যায়,অভিষেক চট্টোপাধ্যায়,টলিউড,বিনোদন,ফাদার্স ডে,ফাদার্স ডে ২০২২

অভিষেক (Abhishek Chatterjee) চলে যাওয়ার পর সংসারের হাল ধরেছেন তাঁর স্ত্রী সংযুক্তা। বাড়ির ছোট-বড় সব সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে সাইনার খুশির দিকে নজর রাখা- সবকিছুই করছেন তিনি। সাইনা নিজের চিঠিতে বাবাকে একথা জানাতে ভোলেনি।

সাইনা লিখেছে, বাবাকে হারিয়ে সে এখন অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আগের মতো দুষ্টুমিও করে না সে। অভিষেকের কাছে তাঁর প্রশ্ন, অভিনেতা কি ‘তারাদের দেশ’ থেকে এইসব কিছু দেখতে পারছেন?

চিঠির শেষে অভিষেক-তনয়া লিখেছেন, সে তাঁর বাবার মতো হতে চায়। অভিষেকের মতো অভিনয় করবে, শ্যুটিং করবে সে। পাশাপাশি স্বীকার করে নিয়েছেন, তাঁর চোখে সেরা অভিনেতা কিন্তু তাঁর বাবাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥