• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বজনপোষণের আঁতুরঘর বলিউড! করণ জোহরের হাত ধরে এই ছবির মাধ্যমে ডেবিউ করছেন সইফ পুত্র ইব্রাহিম

ইব্রাহিম আলি খান,করণ জোহর,বলিউড,ডেবিউ,Ibrahim ali khan,Bollywood,karan johar,debut

বলিউড আর নেপোটিজম এখন এক সুতোয় গাঁথা। স্বজনপোষণের কথায় আর অবাক হন না কেউই। কেননা যারা বলিউডে রাজ করেছেন, বা করছেন এই মুহুর্তেও তার আগামী প্রজন্মও যে বংশ পরম্পরায় বলিউডেই করে খাবেন এ সহজ কথা আর বুঝতে ভুল করেন না কেউই। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরেই সরাসরি হাত উঠেছিল পরিচালক করণ জোহরের (Karan Johar) দিকে। কারণ তিনি সর্বসমক্ষে বারংবার বলেছেন স্টার কিড, এবং স্টারেদের ছাড়া তিনি ছবি করেন না৷ সেই সময় তার এই মন্তব্যের জেরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেকেই।

সর্বক্ষণই দর্শকরা অপেক্ষায় থাকেন করণের পরের ছবিতে কোন তারকা সন্তানের দেখা মিলবে? এবার করণ ‘আঙ্কেল’ এর হাত ধরে বলিউডে নিজের সফর শুরু করতে চলেছেন নবাব পুত্তুর৷ কানাঘুঁষো শোনা যাচ্ছে, সারার পর তার ভাই ইব্রাহিম আলি খানও (Ibrahim Ali khan) খুব শিগগিরই এন্ট্রি নিচ্ছেন অভিনয়ের দুনিয়ায়।

ibrahim ali khan saif ali khan bollywood

দক্ষিণী সুপারস্টার মোহনলালের পুত্র প্রণব মোহনলাল Hridayam ছবির হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন, আর এই ছবির হিন্দি রিমেক দিয়ে কেরিয়ার শুরু করতে চলেছেন ইব্রাহিম। করণ জোহার এবং স্টার স্টুডিও প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন সইফ পুত্র (Saif ali khan) ইব্রাহিম।

ibrahim ali khan sara ali khan

বলিউডের তাবড় তাবড় স্টারকিডদের ব্রেক দিয়েছেন তাদের আদরের ভরসার করণ জোহারই। ২০১৮ সালে Kedarnath ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা আলি খান, শোনা যায় তাকেও প্রথম ব্রেক দেওয়ার কথা ছিল করণেরই। এবার, সইফ পুত্র ইব্রাহিমও বলিউডে নিজের মাটি শক্ত করতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

বর্তমানে Rocky Aur Rani Ki Prem Kahani ছবিতে KJo -র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন ইব্রাহিম। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর আলিয়া৷ প্রায় ৫ বছর পর পরিচালনায় ফিরেছেন KJo। শোনা যাচ্ছে, করণ পরিচালিত ছবিতে ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে তার বন্ধু পলক তিওয়ারিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥