Sara Ali Khan Saif ali Khan

চতুর্থ বার বাবা হলেন সইফ! মুখ খুললেন প্রথম পক্ষের নবাব কন্যা সারা আলি খান


দীর্ঘ প্রতীক্ষার অবসান৷ শুক্রবার থেকেই প্রহর গুনছিলেন সকলে, কখন ফুটফুটে একরত্তি জন্ম নেবে করিনার কোল আলো করে। সন্তান জন্ম দেওয়ার আগেই অভিনেত্রীর বাড়িতে এসে পৌঁছেছে খুদের জন্য একগুচ্ছ উপহার। অবশেষে রবিবার ২১ শে ফেব্রুয়ারীর সকালে নবাব পরিবারে ফের জন্ম নিলো নবাব পুত্তুর। দ্বিতীয় বারেও পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর। শনিবার রাতেই অভিনেত্রীকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে।

সারা আলী খান Sara Ali Khan

এদিকে চতুর্থ বারের জন্য বাবা হলেন বলিউডের নবাব সইফ আলি খান। সইফের প্রথম পক্ষের কন্যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছেন, “মেয়েটি সূর্যের কিরণ পেতে চায়”। বাবার চতুর্থ সন্তানের পর সারার এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা। তবে কি নতুন অতিথির আগমনে খুশি নন সারা? প্রশ্ন থেকেই যাচ্ছে।

কিন্তু চতুর্থ পুত্র জন্মানোর আগে একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে সইফ সাফ জানিয়েছিলেন, যে তার তিন সন্তানই তার কাছে সমান আদরের। তাদের প্রত্যেকেই ভালোবাসেন নবাব। তিনি জানান যেকোনো পরিস্থিতিতেই তাদের পাশে তিনি সবসময়ের জন্য রয়েছেন। যদিও সইফ এও স্বীকার করেন যে, তৈমুর ছোট তাই তার জন্যই বেশি সময় ব্যয় করতে হয় তাকে কিন্তু তার তার বড় ছেলে ইব্রাহিম এবং কন্যা সারার সাথেও তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেই জানান তিনি।

Sara Ali Khan Kareena Kapoor

ছোট থেকেই বাবা সইফের সঙ্গে দারুণ সম্পর্ক সারার। দুজনেই দুজনের কাছে কোনো কথাই লোকাতেন না। এককথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। কিন্তু নিজের মা কে ছেড়ে বাবা অন্যকাউকে বিয়ে করছেন জেনেও সারার প্রতিক্রিয়া কি ছিল জানলে তাজ্জব বনে যেতে বাধ্য আপনিও।

Sara Ali Khan

সইফের সঙ্গে করিনার বিয়ের কথা শুনে সারার প্রথম প্রতিক্রিয়া ছিল তিনি বিয়েতে কী পরবেন। কেননা তার ড্রিম অভিনেত্রী ছিলেন করিনা কাপুর। আর সেই অভিনেত্রী যখন নিজের ঘরে আসতে চলেছেন, তখন সারাকেও তো বেস্ট দেখাতেই হবে।


Like it? Share with your friends!

626
626 points