• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাবণের সীতাহরণ নিয়ে বিতর্কিত মন্তব্য সইফের! বিজেপির তোপে ক্ষমা চাইতে বাধ্য হলেন অভিনেতা

Published on:

হিন্দু ধর্মের ভাবাঘাতে আঘাত হানার অভিযোগে এবার তীব্র জনরোষের মুখে পড়লেন বলি নবাব সইফ আলি খান। শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে সইফ-প্রভাসের ছবি রামায়ণের কাহিনি অবলম্বনে ‘আদিপুরুষ’

ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন প্রভাস । অন্যদিকে কৃতী স্যানন অভিনয় করবেন সীতার চরিত্রে এবং সইফ আলি খানকে দেখা যাবে রাবণের ভূমিকায়। আদিপুরুষ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই সইফ বলেছিলেন, এই ছবিতে দেখানো হবে সীতাহরণ অন্যায় নয়, এই হরণকে দেখানো হবে ন্যায়ের দৃষ্টিতে। ফুটে উঠবে রাবণের মানবিক দিক।

এই মন্তব্যের পরেই ফুঁসে ওঠেন একদল হিন্দুত্ববাদী।
শুরু হয় তুমুল সমালোচনা। তার এই মন্তব্যের প্রতিবাদে মাঠে নামেন বিজেপি নেতা রাম কদম সাফ। তিনি স্পষ্ট জানান, এহেন মন্তব্য মুখবুজে সহ্য করা হবে না। পরিচালককে তোপ দেখে রাম কদম বাবু একটি ট্যুইট বার্তায় লেখেন, “ওম রাউত আপনার ছবি ‘তাহনাজি’ গোটা বিশ্বে প্রশংসিত হয়। কারণ সেখানে হিন্দুদের মর্যাদা অক্ষু্ণ্ণ রাখা হয়। কিন্তু আদিপুরুষ ছবিতে সীতাহরণকে গৌরবান্বিত করার চেষ্টা যদি আপনি করেন,সেটি আমরা কখনো মেনে নেব না”।

এরপরেই পরিস্থিতি বেগতিক দেখে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন করিনা পতি সইফ আলি খান। তিনি বলেন, রাম সবসময়ই আমার আছে একজন আদর্শ পুরুষ। এছাড়াও আদিপুরুষ নিয়ে তিনি বলেন, “আদিপুরুষে খারাপের উপর ভালোর জয়কেই তুলে ধরা হবে।” কিন্তু আপাতত পরিস্থিতি ঠান্ডা হলেও যে এই ছবির উপর বিজেপির নজর থাকবেই তা বলাই বাহুল্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥