স্টার কিডস’-(Star Kid) দের মধ্যে এই মুহুর্তে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পতৌদি পরিবারের ছোট্ট সদস্য তৈমুর আলি খান (Taimur Ali Khan)। সোশ্যাল মিডিয়ার যুগে একথা অজানা নেই কারও। সইফ-করিনার (Saif- Kareena) এই সন্তানের বয়স চার হলে কী হবে, এখনই সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর নতুন ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এত অল্প বয়সে তাঁকে নিয়ে পাপারাৎজির মাথা ব্যথা দেখে রীতিমতো কমপ্লেক্সে ভুগতে পারেন যে কোনো সেলিব্রেটিই। এখনই ছোটে নবাবের ক্যারিশ্মা এতটাই উজ্জ্বল যে তাঁর পাশে ফিকে হয়ে যায় বাবা সইফ এবং মা করিনার চোখ ধাঁধানো গ্ল্যামারও।
রাস্তাঘাটে যেখানেই বের হন কেন তাঁকে ঘিরে ধরে পাপারাৎজির একঝাঁক ক্যামেরা। আর এখন থেকেই কাওকেই নিরাশ করেন না তৈমুরও। ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিব্যি পোজও দিতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় তার ইতিমধ্যেই হাজারো ফ্যান ক্লাবের ছড়াছড়ি।
আর অভিনয় তো তার রক্তেই রয়েছে। বাবা সইফ আলি খান, মা করিনা, ঠাকুমা শর্মিলা সব তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রীদের সান্নিধ্যেই বেড়ে উঠেছে ছোট্ট তৈমুর। তৈমুর যে অভিনয়ই করবেন এতো আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। তাই আর বেশি দেরী করতে চাইছেন না সইফ আলি খান।
সইফ চাইছেন এবার অভিনয় জগতে পা রাখুক নবাব পুত্তুর। তার প্রস্তাব বিখ্যাত ছবি ‘বেবি’জ ডে আউটের’ রিমেকে অভিনয় করুক চার বছরের স্টার তৈমুর আলি খান। কিন্তু ছেলের সাথে শ্যুটিং করার ঝক্কিও অনেক তাও বেশ জানেন সইফ, কিছুক্ষণ পরেই হয়ত সে বায়না জুড়ে বসবে, ‘আর শ্যুটিং করতে ইচ্ছে করছেনা’। প্রস্তাব মাথায় এলেও তা কবে