• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করিনাকে নয়, প্রীতিকেই স্ত্রী করতেন সইফ আলী খান! চুটিয়ে প্রেম করলেও এই কারণে হয়নি তাঁদের বিয়ে

Published on:

Do you know Saif Ali Khan reportedly wanted to marry Preity Zinta

বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের চর্চা লেগেই থাকে। ৫২ বছরে ২ বার বিয়ে ৪ সন্তানের পিতা অভিনেতা। শর্মিলা পুত্রের ব্যক্তিগত জীবন কিন্তু বেশ রঙিন। তবে এবার তাঁর সেই ‘রঙিন’ জীবনের আরও একটি অজানা দিক সামনে এসেছে। যা জানার পর বেশ চমকে গিয়েছেন অনুরাগীরা।

আসলে সম্প্রতি জানা গিয়েছে, অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের হাঁটার পর বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার (Preity Zinta) গলায় মালা দিয়ে চেয়েছিলেন সইফ। দু’জনে চুটিয়ে প্রেমও করতেন। তবে শেষ পর্যন্ত একটিমাত্র কারণের জন্য তাঁদের সাত পাক ঘোরা হয়নি। আজকের প্রতিবেদনে সেই ঘটনাই তুলে ধরা হল।

Saif Ali Khan and Preity Zinta

প্রথম স্ত্রী অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর ২০১২ সালে অভিনেত্রী করিনা কাপুর খানের সঙ্গে সাত পাক ঘোরেন সইফ। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু এখন জানা গিয়েছে, দ্বিতীয় স্ত্রী হিসেবে তাঁকে নয়, বরং প্রীতিকে চাইতেন অভিনেতা। এমনকি তাঁদের প্রেম এতটাই গভীর ছিল যে, সাত পাক ঘোরার ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছিলেন দু’জনে।

বলিউডের অন্দরের গুঞ্জন, প্রীতি জিন্টা এবং সইফ আলি খান অভিনীত সুপারহিট ছবি ‘কাল হো না হো’র সেট থেকেই দু’জনের প্রেমপর্ব শুরু হয়েছিল। এই ছবির শ্যুটিং শেষ খোদ প্রীতিই একবার বলেছিলেন, সইফের সঙ্গে কাজ করে তাঁর দারুণ লেগেছে এবং তিনি অভিনেতাকে বেশ পছন্দ করেন। যা শোনার পর থেকেই অনুরাগীরা অনুমান করতে শুরু করে দিয়েছিলেন, সইফ ঘরণী হিসেবে প্রীতিকেই দেখতে পাবেন তাঁরা।

Saif Ali Khan and Preity Zinta

কিন্তু আচমকাই প্রীতিকে ছেড়ে করিনার সঙ্গে প্রেমলীলা শুরু হয়েছিল সইফের। ‘টশন’ ছবির সেট থেকেই দু’জনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং শুরু হয় প্রেমপর্ব। শোনা গিয়েছিল, প্রীতির সঙ্গে বিচ্ছেদের পরই সেই সম্পর্কে জড়িয়েছিলেন পটৌডি নবাব। এরপরই প্রীতি এবং সইফের বিচ্ছেদের খবরে এক প্রকার শিলমোহর পড়ে যায়।

Saif and Kareena in Tashan

বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, ‘কাল হো না হো’র পর থেকেই প্রীতি এবং সইফের মধ্যে খানিক মন কষাকষি হয়েছিল। এমনকি দু’জনের মধ্যে নাকি ঝগড়া হয়েছিল বলেও শোনা যায়। এরপরই ‘টশন’ ছবির সেটে করিনাকে দেখে তাঁকে মন দিয়ে বসেন সইফ এবং শেষ পর্যন্ত দ্বিতীয় ‘বেগম’ হিসেবে তাঁকেই বেছে নেন শর্মিলা পুত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥