• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাইফ কারিনার দাম্পত্য জীবন সুখী হবার পেছনে বড়সড় অবদান আছে বলিউডের এই অভিনেত্রীর

Updated on:

Saif Ali Khan Kareena Kapoor

বলিউডের অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan) ও অভিনেত্রী কারিনা কাপুর (Kareena Kapoor) সেলেব্রিটি কাপলদের মধ্যে অন্যতম। তৈমুরের মা কারিনা কাপুর তৃতীয় সন্তানের জন্য একেবারে প্রস্তুত, শীঘ্রই দ্বিতীয় বারের জন্য মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন অভিনেত্রী। তবে কারিনা কিন্তু সাইফ আলী খানের প্রথম স্ত্রী নন। কারিনার আগে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ, দুই সন্তান হয় তাদের ইব্রাহিম খান ও সারা আলী খান। কিন্তু সেই সম্পর্ক টেকেনি ও শেষমেশ ডিভোর্স হয়ে যায়।

Taimur Saif Ali Khan Kareena Kapoor

এরপর ২০১২ সালে বলিউডের বেবো কারিনাকে বিয়ে করেন পাতৌদি নবাব সাইফ আলী খান। এরপর থেকে দীর্ঘসময় ধরে সুখী দাম্পত্য জীবন তাকাচ্ছেন সাইফ কারিনা। এক সন্তান তৈমুরকে নিয়ে বেশ ভালোই কাটছিলো। এবার ফের বাবা হতে চলেছেন সাইফ আলী খান।

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর

সম্প্রতি সাইফ আলী খানের জীবনের কিছু ব্যক্তিগত তথ্য জানা গিয়েছে। সাইফ নিজেই সে কথা  শেয়ার করেছেন। অভিনেতা বলেন কারিনা কাপুরের সাথে ডেটিং এর আগে তিনি তার এক বন্ধুর পরামর্শ নিতেন। কারিনা কাপুরের সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতেই তার থেকে পরামর্শ নিতেন পাতৌদি নবাব সাইফ আলী খান।

Rani Mukherjee রানী মুখার্জী

জানেন এই বন্ধুটি কে? সাইফ আলী খানের এই বিশেষ বন্ধু হলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী (Rani Mukherjee)। কারিনার সাথে ডেটে যাবার আগে রানী মুখার্জীর থেকেই পরামর্শ নিতেন সাইফ আলী খান। অভিনেত্রী সাইফকে কিছু টিপস আর ট্রিকস বলে দিতেন যাতে কারিনা ও সাইফের সম্পর্ক আরো গভীর হয়। সাথে তাদের নতুন সংসার ও ঠিক থাকে থাকে।

সাইফ আলী খান Saif Ali Khan রানী মুখার্জী Rani Mukherjee

আর রানী মুখার্জীর এই সমস্ত উপদেশ মেনে চলতেন সাইফ। অভিনেতা নিজেই একথা স্বীকার করে বলেছেন। তিনি বলেন, কারিনার সাথে যখন তাঁর সম্পর্ক হয় তখন কারিনা বলিউডের টপ অভিনেত্রীদের মধ্যে অন্যতম। কিভাবে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীর সাথে ডেট করবেন তা নিয়ে চিন্তিত ছিলেন সাইফ।

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর

সেই সময় রানী মুখার্জী তাকে বলেন, ‘ কারিনাকে কখনোই আলাদা মনে করবে না। ধরে নেবে তোমরা দুজনই সমান। আর রানী মুখার্জীর এই উপদেশ অনেক কাজে লেগেছিল সাইফের। কারিনার টক শোতে এসে সেকথা নিজেই স্বীকার করেছিলেন সাইফ আলী খান।

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥