বলিউডের (Bollywood) সেলেব কাপল কারিনা কাপুর (Kareen Kapoor) ও সাইফ আলী খান (Saif Ali Khan)। ছেলে তৈমুরকে (Taimur) নিয়ে সুখী পরিবার কারিনা ও সাইফের। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন কারিনা কাপুর। মাতৃত্ব চলাকালীন বন্ধ রাখেননি কাজ। দীর্ঘ লকডাউন ঘরবন্দী হয়ে কাটানোর পর লেগে পড়েছেন কাজে। অবশ্য কাজের ফাঁকে কারিনা সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি ও ছেলে তৈমুরের ছবি শেয়ার করেছেন।
বর্তমানে শুটিংয়ের কাজে ধর্মশালায় আছেনা কারিনা সাথে রয়েছে তার গোটা পরিবার। কমেডি ছবি ‘ভূত পুলিশের’ শুটিংয়ে ব্যস্ত আছেন সাইফ আলী খান। কিছুদিন আগে কারিনা ছোট্ট তৈমুরকে নিয়ে হাজির হয়েছিলেন কুমোর শালায়। সেখানে ছেলে তৈমুরকে মৃৎশিল্প শেখাচ্ছিলেন কারিনা। শেখানোর মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন কারিনা নিজের সোশ্যাল মিডিয়াতে।
ছবি শেয়ার হতেই শুরু হয় নেটিজেনদের তীব্র কটাক্ষ। তবে সেই কটাক্ষতে খুব একটা কান পাততে রাজি নন সাইফ আলী খান। সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে অভিনেতা সাইফ আলী খান বলেন, বিশাল বড় একটা শহরের মধ্যে থেকেও একটা ছোট্ট ফ্ল্যাটে বন্ধী হয়ে থাকাটা অনেক সময়েই হতাশাজনক হয়। এর ফলে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে। আমি সত্যিই ভাগ্যবান যে আমার কাজের সূত্রে আমি এমন কিছু জায়গায় ঘুরতে পারে বা যেতে পারি যা সত্যি আশ্চর্য জনক। সকলের ভাগ্গিয়ে এমন সুযোগ আসে না। তাই যদি কিছু নেতিবাচক মন্তব্য আসে তা আমি নির্ধিধায় এড়িয়ে যেতে পারি বা তাদের ক্ষমা করতে পারি।