• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নবাব পরিবারের বউ হতে চলেছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি! চর্চার মজা নিচ্ছেন সইফ পুত্র ইব্রাহিম

বলিউডে (Bollywood) এখনও জনপ্রিয়তার তুঙ্গে নবাব দম্পতি সইফ(saif ali khan)-করিনা(kareena kapoor) । সইফের আগের পক্ষের মেয়ে সারা আলি খান (sara ali khan) ও অল্প দিনেই অভিনয়ের জোরে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এবার কেবল অপেক্ষা নবাব পুত্র ইব্রাহিম আলি খানের বলি-অভিষেকের। ছেলে ইব্রাহিমকে নিয়েও যথেষ্ট আশাবাদী সইফ।

বলিউড মানেই স্টার কিডের (Star Kid) ছড়াছড়ি। এককালে যেসব অভিনেতারা নিজেরাই ছিলেন স্টার কিড, এখন তাঁদের সন্তানরাও বড়ো হয়ে বলিউডে পা রাখার অপেক্ষায় রয়েছেন। বলিউডের এমনই একজন জনপ্রিয় স্টার কিড হলেন ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। বাবা সইফ আলি খান এবং মা অমৃতা সিং। শুধু তাই নয়, ইব্রাহিমের ঠাকুমা তথা বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর সহ পরিবারের একাধিক সদস্যই যুক্ত রয়েছেন ইন্ডাস্ট্রির সাথে। এবার পেজথ্রির শিরোনাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সইফ পুত্র ইব্রাহিমেরই নাম৷

   

Ibrahim Ali khan,khusi kapoor,saif ali khan,sreedevi,ইব্রাহিম আলি খান,সইফ আলি খান,খুশি কাপুর

শোনা যাচ্ছে, শ্রীদেবীর কনিষ্ঠা কন্যা খুশি কাপুরকে মন দিয়ে বসে আছেন সইফ পুত্র। দুজনের এই মাখো মাখো সম্পর্কের নজির তাদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালেই চোখ রাখলেই দেখা যাচ্ছে। সম্প্রতি একসাথে হোলি কাটিয়েছেন ইব্রাহিম খুশি, তাদের সেই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় দেদার জল্পনা। তাদের নিয়ে নেটিজেনদের উৎসাহেরও শেষ নেই।

Ibrahim Ali khan,khusi kapoor,saif ali khan,sreedevi,ইব্রাহিম আলি খান,সইফ আলি খান,খুশি কাপুর

ইব্রাহিমের দিদি সারা আলি খান এখন বলিউডে দাপিয়ে কাজ করলেও, ইব্রাহিমের এখনও সে সুযোগ হয়নি। এদিকে শ্রীদেবী কন্যা খুশিও সেভাবে বলিউডে মুখ দেখাননি। তাই এই দুই উঠতি স্টারকিডের সম্পর্কের জল যে অনেক দূর গড়িয়েছে তা বলাই বাহুল্য। অনেকেই মনে করছেন, শ্রীদেবী কন্যা খুশিই হলেন নবাব পরিবারের হবু বউ। এখনও পর্যন্ত বলিউডে পা না রেখেও তাদের নিয়ে চর্চার মজা দেদার লুটছেন খুশি এবং ইব্রাহিম।