• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিন্দু দেবদেবীর অপমানের জেরে বড়সড় বিপদের মুখে সইফ! বিশাল পুলিশি নিরাপত্তায় মোড়া নবাবের বাড়ি

Published on:

সাইফ আলী খান তাণ্ডব Saif Ali Khan Tandav

বলিউডের অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan) এখন বড়সড়  বিপদের  মুখে  দাঁড়িয়ে রয়েছেন। সম্প্রতি সাইফ অভিনীত একটি ওয়েব সিরিজ ‘তাণ্ডব’  লঞ্চ হয়েছে। এটি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে ওয়েব সিরিজটি। কিন্তু তাণ্ডব নামের এই ওয়েব সিরিজ রিলিজবার পর বাস্তবে তান্ডব শুরু হয়েছে। কারণ ওয়েব সিরিজে হিন্দু দেবতাদেড় অপমানজনক ভাবে দেখানো হয়েছে।

সাইফ আলী খান তাণ্ডব Saif Ali Khan Tandav

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকারের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন, বিজেপি সাংসদ মনোজ কোটাক (manoj Kotak) এই ওয়েব সিরিজের অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan) সহ পরিচালক হিমাংশু কৃষ্ণা মেহরার (Himangshu Krishna Mehra) নামে ও আমাজন ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম এফআইআর করেছেন।

সাইফ আলী খান তাণ্ডব Saif Ali Khan Tandav

আর এই তথ্য সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র হ্যাশট্যাগ দিয়ে সিনেমা বয়কট করার ডাক দিচ্ছেন। এদিকে দ্বিতীয় বার প্রেগনেন্ট কারিনা কাপুর (Kareena Kaoor)। মুম্বাইতে সাইফ আলী খানের বাড়িতেই রয়েছেন কারিনা। তাই এবার স্ত্রী কারিনাকে রীতিমত ঘর বন্দি থাকতে হচ্ছে। মুম্বাইয়ে সাইফের বাড়ির সামনে রয়েছে  বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সাইফ আলী খানের বাড়ির সামনেই।

প্রসঙ্গত, আজকাল ওয়েব সিরিজ  ও ওটিটি প্লাটফর্মের চাহিদা বেড়েছে ব্যাপক ভাবে। যেহেতু সাধারণ সিনেমতে সেন্সরের কারণে বাদ দিতে হয়  কিছু দৃশ্য ও ব্যবহার করা যায় না, কিন্তু সেসব এড়িযে দেওয়া হচ্ছেগালি গালাছ। সাথে থাকছে প্রচুর পরিমানে অ্যাডাল্ট কনটেন্ট। এই নিয়ে হচ্ছে প্রতিবাদ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥