বলিউডের (Bollywood) জনপ্রিয়তম জুটিগুলির মধ্যে একটি হল সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) জুটি। অনুরাগীরা তাঁদের ভালোবেসে ‘সইফিনা’ বলে ডাকেন। বি টাউনের নবাব এবং বেগমজানকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও নিজেদের কাজের সৌজন্যে কখনও আবার ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রে চলে আসেন সইফ-করিনা।
‘সইফিনা’ এমন একটি জুটি যাদের মধ্যে বয়সের বিস্তর ফারাক রয়েছে। করিনার থেকে প্রায় ১০ বছরের বড় সইফ। দু’জনে যখন সাত পাক ঘোরার (Marry) সিদ্ধান্ত নিয়েছিলেন তখন প্রবল বিতর্কও হয়েছিল। ডিভোর্সি, দুই সন্তানের বাবা, ‘বুড়ো’ সইফকে বিয়ে করতে চাওয়ার জন্য কম কটাক্ষ শুনতে হয়নি বেবোবে। কিন্তু অভিনেত্রী নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
শেষ পর্যন্ত করিনার জেদের কাছে মাথা নত হয় সকলের। ২০১২ সালে নিকাহ করেন সইফ-করিনা। বেবোকে বিয়ের আগে বয়সে বড় অমৃতা সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শর্মিলা-পুত্র। তবে সেই বিয়ে সুখের হয়নি। সারা এবং ইব্রাহিমের জন্মের পর বিচ্ছেদ হয় সইফ-অমৃতার। এরপর বেশ কয়েকবছর ব্যাচেলর থাকার পর বয়সে অনেকটা ছোট করিনাকে বিয়ে করেন অভিনেতা।
২০১২ সালে গাঁটছড়া বাঁধার পর থেকে ১১ বছর ধরে সুখে সংসার করছেন সইফ-করিনা। বিয়ের দু’বছর পর নিজের বৈবাহিক জীবনের সফলতা নিয়েও মুখ খুলেছিলেন অভিনেতা। শর্মিলা-পুত্র বলেন, তাঁর জীবনে নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলির মধ্যে একটি হল করিনাকে বিয়ে করা।
সইফের কথায়ম ‘আমি সকল পুরুষদের পরামর্শ দিতে চাই, নিজের চেয়ে বয়সে অনেকটা ছোট ও সুন্দরী মেয়েদের বিয়ে করবেন। এটাই সবথেকে ভালো’। এমন বক্তব্যের কারণ হিসেবে অভিনেতা বলেন, ছেলেদের মধ্যে বয়সের তুলনায় ধীরে ধীরে পরিণতবোধ আসে। কিন্তু মেয়েরা অল্প বয়সেই অনেকটা পরিণত হয়ে যায়।
যদিও সইফ অল্প বয়সী, সুন্দরী মেয়ে বিয়ে করার পরামর্শ দিলেও করিনা কিন্তু একবার সাফ বলেছিলেন, তিনি বড়পর্দায় কোনও বয়স্ক নায়কের সঙ্গে রোম্যান্স করতে চান না। স্বামী সইফ যেমন তাঁর চেয়ে ১০ বছরের বড়। এতখানি ফারাক তিনি মেনে নেবেন। কিন্তু এর চেয়ে বেশি ফারাক হলে মানতে আপত্তি রয়েছে বেবোর।