বলিউডের একাধিক সেলেব কাপল রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল সাইফ কারিনা জুটি। নিজের অভিনয়ের জন্য বলিউডে বেশ জনপ্রিয় কারিনা কাপুর (Kareena Kapoor)। অন্যদিকে সাইফ আলী খানের (Saif Ali Khan) জনপ্রিয়তাও কিছু কম নয়। বিগত ফ্রেবুয়ারী মাসে দ্বিতীয়বার মা হয়েছেন কারিনা। দ্বিতীয়বারেও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামী ও দুই সন্তানকে নিয়ে দিন কাটাচ্চেন অভিনেত্রী।
বলিউডের সেলেব্রিটিদের নিয়েই চর্চার শেষ নেই বি টাউনে। আসলে প্রিয় তারকাদের জীবনের নানা খুঁটিনাটি তথ্য জানার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সাইফ কারিনার ক্ষেত্রেও ব্যাপারটা একই। ২০১২ সালের অক্টোবর মাসে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন সাইফ কারিনা। তবে দুজনের প্রেমকাহিনী কিন্তু একেবারে বলিউডের সিনেমার মতোই। সাইফ আলী খানকে প্রথমের দিকে চিনতেনই না কারিনা কাপুর।
কারিনা ও সাইফের একত্রে প্রথম বলিউড ছবি ছিল ‘ওমকারা’। কিন্তু সেই ছবির সময় দুজনের মধ্যে প্রেম তো দূরের কথা সম্পর্ক পর্যন্ত খুব একটা ঠিক ছিল না।
কারিনা সেই সময় বলিউডের টপ হিরোইনদের মধ্যে অন্যতম ছিলেন। অন্যদিকে সাইফ আলী খান তখনও সেভাবে পরিচিতি পাননি। তবে ধীরে ধীরে কাজ করতে করতে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়।
বন্ধুত্বের মধ্যে থেকেই সাইফের ব্যক্তিত্ব বেশ পছন্দ হয়েছিল বেবো অর্থাৎ কারিনার। এরপর ভালো লাগা থেকে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় সম্পর্ক। আর ভালোবাসার সম্পর্ককে পরিণতি দিয়ে ২০১২ সালে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর।
প্রসঙ্গত কারিনা কাপুর কিন্তু সাইফ আলী খানের প্রথম স্ত্রী নন। কারিনার আগে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ। প্রথম পক্ষের দুই সন্তানও রয়েছে, এক মেয়ে সারা আলি খান ও এক ছেলে ইব্রাহিম খান। এদিকে কারিনার সাথে বিয়ের পরেও দুই সন্তান হয়েছে সাইফ কারিনার। বর্তমানে তৈমুর ও ছোট ছেলেকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছেন সাইফ কারিনা।